Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir Chowdhury: ‘মুর্শিদাবাদের মানুষ সাম্প্রদায়িক হয়ে গিয়েছেন আমি বিশ্বাস করি না…করি না’

Murshidabad: আজ মুর্শিদাবাদের হারানো গৌরব ফিরে পুনরায় ফেরানোর বার্তা দিয়েছেন অধীর। তিনি বারবার বলেছেন, ক্ষতিগ্রস্ত হিন্দু যেমন হয়েছেন, তেমন মুসলিমদেরও ক্ষতি হয়েছে। আদতে ক্ষতি হয়েছে মানুষের।

Adhir Chowdhury: 'মুর্শিদাবাদের মানুষ সাম্প্রদায়িক হয়ে গিয়েছেন আমি বিশ্বাস করি না...করি না'
অধীর চৌধুরী, সাংসদImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2025 | 9:22 PM

মুর্শিদাবাদ: পয়লা বৈশাখের দিন খানিক শান্ত মুর্শিদাবাদ। তবে গত কয়েকদিন ধরে  উত্তপ্ত হয়েছিল সেই জেলার একাধিক জায়গা। জ্বলেছে বাড়িঘর-পুড়েছে দোকান। এই পরিস্থিতিতে এবার সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বললেন, “হিন্দু এলাকায় মুসলিমরা পাহারা দেবে। প্রয়োজনে কংগ্রেস ক্যাম্প করে থাকবে এই ধুলিয়ানে।”

বিগত কয়েকদিনে কম অশান্তি দেখেনি ধুলিয়ান। খুন-জখম-দোকানলুট, বাড়িঘরে অগ্নিসংযোগ! সবে মিলে একেবারে অসহায় অবস্থা সাধারণ মানুষের। আতঙ্কে রয়েছেন তাঁরা। এ দিন অধীর বলেন, “যে অশান্তি হয়ে গেল, মানুষ বেঁচে থাকলে তবে তো রাজনীতি থাকবে। তাই আগে মানুষকে বাঁচাতে হবে।”

আজ মুর্শিদাবাদের হারানো গৌরব ফিরে পুনরায় ফেরানোর বার্তা দিয়েছেন অধীর। তিনি বারবার বলেছেন, ক্ষতিগ্রস্ত হিন্দু যেমন হয়েছেন, তেমন মুসলিমদেরও ক্ষতি হয়েছে। আদতে ক্ষতি হয়েছে মানুষের। তিনি বলেন, “একজন পরিযায়ী গুলি খেয়ে মারা গিয়েছে। এমন কত পরিযায়ী শ্রমিক বাইরে পড়ে আছে। মুর্শিদাবাদের বদনাম যদি বাইরে হয়, তাহলে এই সমস্ত জেলার যে সমস্ত যুবক বাইরে কাজ করছেন তাঁদের অসুবিধা হবে। সেই কথাও ভাবতে হবে। তাই প্রশাসন নড়েচড়ে বসুক।”

অধীরের মতো প্রায় একই কথা আজ বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরও। তিনিও বলেছেন, মুর্শিদাবাদে মানুষ এতদিন ধরে মিলে মিশে থেকেছেন। এমনকী, নিজের দলের এতজন জনপ্রতিনিধি থাকতেও কীভাবে অশান্তি হয়ে গেল সেই প্রশ্নও তুলেছেন। সঙ্গে জেলার গৌরব ফিরিয়ে আনতে বারবার অনুরোধ করেছেন। এ দিন, একই কথা অধীরও বললেন। তাঁর কথায়, “আমি বিশ্বাস করি না মুর্শিদাবাদের মানুষ সাম্প্রদায়িক হয়ে গিয়েছেন। আমি বিশ্বাস করি না…আমি বিশ্বাস করি না…।”

বস্তুত, মঙ্গলবার বিকেলে অশান্তি কবলিত এলাকায় আসেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের বাড়িতে যান। এছাড়াও অন্যান্য গুলিবিদ্ধ বা আহতদের বাড়িতেও গিয়ে দেখা করেন।