Adhir Chowdhury: মুর্শিদাবাদ দখল করতে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাড়িয়েছি, তৃণমূলকেও তাড়াব: অধীর

Adhir Chowdhury: অধীর বললেন, "ইস্ট ইন্ডিয়া কোম্পানির এসেছিল মুর্শিদাবাদ দখল করতে, আমরা তাড়িয়েছি। ভবানীপুর থেকে দিদি এসেছিলেন মুর্শিদাবাদ দখল করতে, মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উঠিয়ে দেব। তৃণমূল এই জেলায় অনুপ্রবেশকারী।"

Adhir Chowdhury:  মুর্শিদাবাদ দখল করতে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাড়িয়েছি, তৃণমূলকেও তাড়াব: অধীর
অধীর চৌধুরী ও মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2023 | 2:39 PM

মুর্শিদাবাদ: সাগরদিঘির উপনির্বাচনে জয়ের পর আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উৎখাতের ডাক দিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে অধীর বললেন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানির এসেছিল মুর্শিদাবাদ দখল করতে, আমরা তাড়িয়েছি। ভবানীপুর থেকে দিদি এসেছিলেন মুর্শিদাবাদ দখল করতে, মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উঠিয়ে দেব। তৃণমূল এই জেলায় অনুপ্রবেশকারী।” তৃণমূল, কংগ্রেস ও বামেদের এক অসময় লড়াইয়ের সাক্ষী থেকেছে সাগরদিঘি। শাসকদলকে ছিনিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাম-কংগ্রেস জোট। বিধানসভায় শূন্য হয়ে যাওয়া কংগ্রেসকে শক্তি ফিরিয়েছেন বাইরন বিশ্বাস। আর তাঁর জয় বর্তমান রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। চাপে পড়েছে শাসকদলও। বাইরন পেয়েছিলেন ৪৭.৩৫ শতাংশ, তৃণমূল ৩৪.৯৩ শতাংশ ভোট। সাগরদিঘির ফলাফল শাসকদলকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, অন্তত তেমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিষয়টি সম্পর্কে ভালভাবেই অবগত অধীর।

মুখ্যমন্ত্রীর উদ্দেশে অধীরের পরামর্শ, “দিদি সাগরদিঘিতে আসুন মাছ ভাজা খান, দিঘির পাড়ে বসে কবিতা লিখুন।” অধীর আরও বলেন, “আগামী দিনে আরও সাগরদিঘি হবে।” বাম-কংগ্রেস জোটের এই জয় আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে সমান্তরাল একটি শক্তির উত্থাপন করছে বলে মত রাজনৈতিক মহলের।

প্রসঙ্গত, তিনবারের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে সাগরদিঘিতে উপনির্বাচন হয়। এবার আর জয়ের ধারা ধরে রাখতে পারেনি তৃণমূল। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফলের পর বাংলার রাজনীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচীর মন্তব্য, তার প্রেক্ষিতে গ্রেফতার ও সেই দিনই জামিন আরও বিতর্ক বাড়িয়েছিল। এবার সাগরদিঘিতে বসেই তৃণমূলকে উচ্ছেদের ডাক দিলেন অধীর চৌধুরী।