Adhir Chowdhury Result: ‘হিন্দু-মুসলিম বিভাজনের ভোটে স্যান্ডুইচ হয়ে গিয়েছি’, হার নিয়ে যা বললেন অধীর

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 04, 2024 | 7:55 PM

Adhir Chowdhury Result: তবে অধীরের দাবি, বাংলার ভোট তথা রাজনীতি ক্রমশ সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে। সেই কারণেই ধর্ম নিরপেক্ষ শক্তিকে বিপদে পড়তে হবে বলে মন্তব্য করেন তিনি।

Adhir Chowdhury Result: হিন্দু-মুসলিম বিভাজনের ভোটে স্যান্ডুইচ হয়ে গিয়েছি, হার নিয়ে যা বললেন অধীর
অধীর চৌধুরী
Image Credit source: TV9 Bangla

Follow Us

বহরমপুর: কংগ্রেস নেতা অধীর চৌধুরীর ভোটের ফল নিয়ে এবার জল্পনা ছিল শুরু থেকেই। ফল ঘোষণা হওয়ার পর দেখা গেল ৭০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান। ২৫ বছর পর কেন্দ্র হাতছাড়া হয়েছে অধীরের। সেই হার এদিন কার্যত মাথা পেতে নিয়েছেন অধীর। সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, ভোট নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। তবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির মাঝে পড়ে গিয়েছেন বলে ব্যাখ্যা করলেন অধীর।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েই প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘ভোট ঠিকঠাক হয়েছিল। আমাদেরও চেষ্টার কোনও ত্রুটি ঠিল না। কিন্তু এবার মানুষ মনে করেছে হারানো দরকার। তাই হারিয়েছে। কোনও অভিযোগ নেই আমার।’ জয়ী প্রার্থী ইউসুফকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘নতুন সাংসদ যাতে এখানে ভালভাবে কাজ করতে পারে, সেই পথ সুগম করে দেব। কোনও অজুহাত আমি দেব না।’

তবে অধীরের দাবি, বাংলার ভোট তথা রাজনীতি ক্রমশ সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে। সেই কারণেই ধর্ম নিরপেক্ষ শক্তিকে বিপদে পড়তে হবে বলে মন্তব্য করেন তিনি। অধীর বলেন, ‘একদিকে হিন্দু ভোটের বিভাজন, আর অন্যদিকে মুসলিম ভোট। এর মাঝে আমরা পড়ে গিয়েছি। বলতে পারেন স্যান্ডুইচ হয়ে গিয়েছি। উদার ও ধর্ম নিরপেক্ষ শক্তির জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে পড়ছে।’

তবে সামগ্রিক ফলাফলে খুশি অধীর। তিনি বলেন, ‘এক্সিট পোল যে মিথ্যা তা আগেই বলে দিয়েছিল কংগ্রেস। সেটা সত্যি প্রমাণিত হয়েছে।’

Next Article