Murshidabad: ভোটের আগে ক্রমেই বাড়াচ্ছে শক্তি? এবার মুর্শিদাবাদে অধিকার যাত্রা করবে মিম
AIMIM: জানা যাচ্ছে, এই 'অধিকার যাত্রার' মাধ্যমে মানুষের ন্যায্য দাবি,বঞ্চনা ও অধিকারকে সামনে রেখে শক্তিশালী আন্দোলনের বার্তা দেওয়া হবে। এই ঐতিহাসিক যাত্রায় উপস্থিত থাকবেন AIMIM-এর রাজ্য সভাপতি এবং মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ। নেতৃত্বের এই শক্তিশালী উপস্থিতি অধিকার যাত্রাকে আরও বলিষ্ঠ ও গতিশীল করবে।

মুর্শিদাবাদ: ছাব্বিশের ভোটের আগে নজর মুর্শিদাবাদ-মালদহ। কারণ, মিম (AIMIM) যে বাংলায় ঢুকে গেছে আর ভোটের আগে নিজেদের শক্তি বৃদ্ধি করছে তা বলার অপেক্ষা রাখে না। এই আবহের মধ্যেই এবার মুর্শিদাবাদ জেলাজুড়ে শুরু হচ্ছে AIMIM-এর অধিকার যাত্রা।
জানা যাচ্ছে, এই ‘অধিকার যাত্রার’ মাধ্যমে মানুষের ন্যায্য দাবি,বঞ্চনা ও অধিকারকে সামনে রেখে শক্তিশালী আন্দোলনের বার্তা দেওয়া হবে। এই ঐতিহাসিক যাত্রায় উপস্থিত থাকবেন AIMIM-এর রাজ্য সভাপতি এবং মুর্শিদাবাদ জেলা সভাপতি আসাদুল শেখ। নেতৃত্বের এই শক্তিশালী উপস্থিতি অধিকার যাত্রাকে আরও বলিষ্ঠ ও গতিশীল করবে।
প্রসঙ্গত, মালদহে সম্প্রতি খবরে আসে যে সন্ধে নামলেই সংখ্যালঘু অধ্যুষিত গ্রামের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়েছে মিম। এতদিন পর্যন্ত যে দলের নামই হয়ত শোনেননি অনেকে, সেই দলই হাজির হচ্ছে বাড়িতে। তারপর থেকেই জোরাল হচ্ছে তবে কি বাংলায় মিমের হাওয়া বইছে। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া বিহারের বিধানসভা নির্বাচনে পাঁচ আসনে জয়ী হয়েছে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন’ (AIMIM)। আর তারপরই পশ্চিমবঙ্গে সক্রিয়তা বাড়িয়েছে তারা। কোমর বেঁধে নেমে পড়েছে একাধিক জেলায়। মুর্শিদাবাদের পাশাপাশি মালদহেও প্রচুর মানুষ যোগদান করেছেন মিমে। এর আগে কোনও নির্বাচনে এত সক্রিয়তা নজরে পড়েনি। মালদহের ১২টি বিধানসভার প্রত্যেকটিতেই প্রার্থী দেবে বলে জানিয়েছে মিম। এর মধ্যে সাতটি বিধানসভায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। অপরদিকে, টার্গেটে রয়েছে মুর্শিদাবাদও। আগেই হুমায়ুন কবীর জানিয়েছে মিমের সঙ্গে জোট বেঁধে লড়বেন। এর মধ্যেই এই অধিকার যাত্রা, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
