Islampur: বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের চেষ্টা, দুই ব্যবসায়ীর মাথা ফাটল দুষ্কৃতীরা

Islampur: জানা গিয়েছে,শেখপাড়া থেকে ইসলামপুর হয়ে বাড়ির পথে আসছিলেন সোনার দোকানদার ও কাপড়ের দোকানদার দুই ভাই। এমত অবস্থায় ইসলামপুর থানা এলাকার একটি গোয়াস কালিকাপুর মোড় সংলগ্ন এলাকায় তাদের বাইককে ধাওয়া করে আসে একটি বাইক।

Islampur: বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের চেষ্টা, দুই ব্যবসায়ীর মাথা ফাটল দুষ্কৃতীরা
আহত যুবকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 21, 2024 | 5:22 PM

ইসলামপুর: দোকানে যাওয়ার পথে আক্রান্ত দুই ভাই। বাইক ধাওয়া করে ছিনতাইয়ের চেষ্টা ইসলামপুরে। আক্রান্ত সোনার দোকানদার ঘটনা সহ কাপড় বিক্রেতাও। মঙ্গলবার রাত্রবেলা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকায়।

জানা গিয়েছে,শেখপাড়া থেকে ইসলামপুর হয়ে বাড়ির পথে আসছিলেন সোনার দোকানদার ও কাপড়ের দোকানদার দুই ভাই। এমত অবস্থায় ইসলামপুর থানা এলাকার একটি গোয়াস কালিকাপুর মোড় সংলগ্ন এলাকায় তাদের বাইককে ধাওয়া করে আসে একটি বাইক।

সোনার ব্যবসায়ী সুমন্ত মণ্ডলের দাবি, দুই গাড়ি কাছাকাছি যেতেই চলন্ত বাইক দাঁড় করানোর জন্য ইট মেরে মাথা ফাটিয়ে দেয়। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন সোনার দোকানের বিক্রেতা ও তাঁর ভাই। তবে কোনও ভাবে অভিযুক্তদের হাত থেকে বাঁচতে রক্তাক্ত অবস্থাতেই ছুটে যায় তাঁরা ঘনবসতির দিকে। স্থানীয় একযুবকের সহযোগিতায় আক্রান্ত সোনা ব্যবসায়ী সুমন্ত মণ্ডকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ।