Murshidabad: সামনেই পরীক্ষা, তার আগেই মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য মুর্শিদাবাদে
Madhyamik Student: ঘটনার খবর পেয়েই সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে এই কিশোরকে প্রাণ দিতে হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকাতেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

সাগরপাড়া: আর কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষা। এরইমধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারী পঞ্চায়েতের পাঝরাপাড়া পশ্চিমপাড়া এলাকায়। মৃত কিশোরের নাম সাহিন মণ্ডল (১৬)। তাঁদের বাড়ির পিছন দিকে একটি সরষে ক্ষেত রয়েছে। সেখান থেকেই এদিন তাঁর দেহ উদ্ধার হয়। মঙ্গলবার সকালে এক ব্যক্তিই প্রথমে ওই কিশোরের দেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকার শুনেই ছুটে আসেন অন্য়ান্য প্রতিবেশীরা।
ঘটনার খবর পেয়েই সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে এই কিশোরকে প্রাণ দিতে হল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এলাকাতেও ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ, কীভাবে খুন সবটাই পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারীরা। একইসঙ্গে কথা বলা হচ্ছে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। পাশাপাশি, ঘটনার রাতে সাহিন কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল কি না বা কোনো ফোন এসেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাহিন পরিবারের একমাত্র সন্তান ছিল, তাকে হারিয়ে গোটা পরিবার এখন শোকে পাথর। মেধাবী এই ছাত্রের এমন মর্মান্তিক পরিণতিতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃত কিশোরের বাবা রমজান মণ্ডল বলছেন, এলাকায় তাঁদের কোনও শত্রু ছিল না। কারও সঙ্গে শত্রুতা না থাকা সত্ত্বেও কেন এমন নৃশংস ঘটনা ঘটল, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না আত্মীয়-পরিজনরা। বর্তমানে ওই এলাকায় জোরদার পুলিশি টহল চলছে। গ্রামের সাধারণ মানুষের দাবি, দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
