Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে বাংলাদেশের মৌলবাদীদের লাগাতার উস্কানি, বিএসএফের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

BSF: মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে যে অশান্তির সূত্রপাত হয়েছিল, তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সুতি, ধূলিয়ান এলাকায়। মূলত বিএসএফের গোয়েন্দা শাখা একটি রিপোর্ট তৈরি করেছে। তা আইজি-র কাছে ইতিমধ্যেই জমা করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, মালদহ, মুর্শিদাবাদের ওপারে রয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ।

BSF: মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে বাংলাদেশের মৌলবাদীদের লাগাতার উস্কানি, বিএসএফের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যে কারা? Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2025 | 12:39 PM

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ-মালদহের অশান্তির নেপথ্যে কি বাংলাদেশি দুষ্কৃতীরা?  বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের মৌলবাদীরাও থাকতে পারেন। এমনটাই অনুমান করছেন বিএসএফের গোয়েন্দারা। দুই দেশের মধ্যে অরক্ষিত এলাকা দিয়েই বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকছে বলে অনুমান করা হচ্ছে।

মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে যে অশান্তির সূত্রপাত হয়েছিল, তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সুতি, ধূলিয়ান এলাকায়। মূলত বিএসএফের গোয়েন্দা শাখা একটি রিপোর্ট তৈরি করেছে। তা আইজি-র কাছে ইতিমধ্যেই জমা করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, মালদহ, মুর্শিদাবাদের ওপারে রয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। যে এলাকা সব থেকে উপদ্রুত এলাকা বলে বাংলাদেশ প্রশাসনও জানায়। সেখানে দিনের পর দিন যে মৌলবাদীরা তাণ্ডব দেখিয়েছিল, তাদের সম্পূর্ণ ইন্ধান-উস্কানি রয়েছে। তাতে পা দিয়েই এপার বাংলায় মুর্শিদাবাদ-মালদহের বিভিন্ন জায়গায় অশান্তিকর পরিস্থিতি তৈরি করছে।

রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, যে কায়দায় বাংলাদেশের বিভিন্ন অংশে লুঠপাট চালানো হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, সেই একই কৌশল অবলম্বন করছে এপারের তাণ্ডবকারীরাও। কৌশলগত দিক থেকে দুই ক্ষেত্রে অনেক সামঞ্জস্য রয়েছে। মুর্শিদাবাদের ওপর মালদহ আরও বেশি করে টার্গেট হতে পারে। ইতিমধ্যেই রাজ্য পুলিশকে বিএসএফের তরফ থেকে সচেতন করা হয়েছে। বিএসএফের যে অরক্ষিত এলাকাগুলো রয়েছে, সেই জায়গাতে বসেই ওপারের মৌলবাদীরা এখানকার লোকেদের সঙ্গে বৈঠক করেছেন, এমনকি ভিডিয়ো কনফারেন্সেও বৈঠক করে বলে বিএসএফের ইন্টেলিজেন্স টিম জানতে পেরেছে।