Domkal Hospital: সরকারি হাসপাতালের কিট ব্যবহার করে রক্তের নমুনা নিচ্ছে ‘বাইরের লোক’, তাজ্জব কাণ্ড ডোমকলে

Domkal: ওই ঘটনার জেরে খবর পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশের কাছে। স্থানীয় যুবকরা ডোমকল থানায় ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। পুলিশ এসে ওই ব্যক্তি সেখান থেকে তুলে নিয়ে যায়।

Domkal Hospital: সরকারি হাসপাতালের কিট ব্যবহার করে রক্তের নমুনা নিচ্ছে 'বাইরের লোক', তাজ্জব কাণ্ড ডোমকলে
ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2022 | 9:54 AM

ডোমকল: সরকারি হাসপাতালে ভিতরে এসব কী চলছে? যিনি হাসপাতালের কিট ব্যবহার করে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করছেন, তিনি নাকি হাসাপাতালের কেউ নন। এমনই অভিযোগ উঠল শনিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ উঠছে, হাসপাতালে কিট ব্যবহার করে রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহ করছিল বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মী। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় হাসপাতালের ভিতরে। রোগীর পরিবারের লোকেরাই অভিযোগ তুলেছেন, হাসপাতালের রোগীদের থেকে এক ব্যক্তি রক্তের নমুনা সংগ্রহ করছিলেন হাসপাতালের কিট ব্যবহার করে। পরে জানা যায় ওই ব্যক্তির নাম আজহার আলি। কিন্তু তিনি ওই হাসপাতালের কেউ নন। তাহলে কীভাবে ওই ব্যক্তি রক্তের নমুনা সংগ্রহ করছেন এমন প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনরা। রোগীর পরিবারের লোকেদের সন্দেহ, ওই ব্যক্তি হাসপাতালের ভিতরে দালাল চক্র চালাচ্ছে।

হাসপাতালের ভিতরে রোগীর পরিবারের লোকেদের প্রশ্নের মুখোমুখি হওয়ার সময়, আজহার আলি নামে ওই ব্যক্তি কোনও সদুত্তর দিতে পারেনি। অভিজিৎ ঘোষ নামে এক রোগীর পরিজন জানিয়েছেন, ওই ব্যক্তি ডাক্তারের পিছু পিছু ঘুরঘুর করছিল। যখন রক্তের নমুনা সংগ্রহের বিষয়ে কথা হয়, তখন ওই ব্যক্তিই নিজে থেকে এগিয়ে এসে রোগীর রক্তের নমুনা সংগ্রহ করেন। কিন্তু পরে পরিবারের লোকেরা জানতে পারেন ওই ব্যক্তি হাসপাতালের কেউ নন। ওই চিকিৎসকও জানান, ওই ব্যক্তি হাসপাতালের কেউ নন।

এদিকে ওই ঘটনার জেরে খবর পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশের কাছে। স্থানীয় যুবকরা ডোমকল থানায় ফোন করে বিষয়টি জানিয়েছিলেন। পুলিশ এসে ওই ব্যক্তি সেখান থেকে তুলে নিয়ে যায়। এই বিষয়ে হাসপাতালের সুপার হুমায়ূন কবিরের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “এমন হওয়ার কথা নয়। আমাদের হাসপাতালেই সব ব্লাড টেস্ট হয়। সবরকম পরিষেবা আছে হাসপাতালে। সব টেস্ট হচ্ছে প্রতিদিন। আজও সব টেস্ট হয়। এমন হওয়ার কথা নয়।”