AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eve teasing: রাস্তায় মেয়ে দেখলেই টিটকিরি দিত, সেই আজগরকেই এবার ‘উচিত শিক্ষা’ দিল এলাকাবাসী

Murshidabad: স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমার মেয়ে পড়তে যেত। সেই সময় ও আমার মেয়েকে খারাপ খারাপ কথা বলত। এরপর বলত তোকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব। ও ওর বৌদিকেও জ্বালাতন করত। তারপরও পরিবারের লোকজন কেন বিয়ে দেয় না কে জানে?"

Eve teasing: রাস্তায় মেয়ে দেখলেই টিটকিরি দিত, সেই আজগরকেই এবার 'উচিত শিক্ষা' দিল এলাকাবাসী
এলাকাবাসী দিল উচিত জবাবImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2025 | 2:04 PM
Share

মুর্শিদাবাদ: কখনও পরিবারের মেয়ে বউদের। কখনও বা রাস্তায় যাতায়াতকারী মহিলা কিংবা নাবালিকাদের উত্ত্যক্ত করতেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একাংশের। কিন্তু নিজের স্বভাব পরিবর্তন করেননি অভিযুক্ত বলে অভিযোগ। ফের কয়েকজন নাবালিকাকে উত্ত্যক্ত করেছেন বলে দাবি। এরপরই অভিযুক্তকে চরম শিক্ষা দিল এলাকাবাসী। যা দেখে অনেকেরই মনে হতে পারে এরপর কোনও মেয়েকে উত্ত্যক্ত করার আগে হয়ত দু’বার ভাববে অভিযুক্ত।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদাপাড়া ওলাপুর এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি,আজগর আলি দীর্ঘদিন ধরে এলাকার নাবালিকাদের উত্ত্যক্ত করেছিলেন। বহুবার তাঁকে এবং তাঁর পরিবারকে সতর্ক করা হলেও তাতে কোনও ফল হয়নি। অভিযুক্ত আজগার আলি আরও বেপরোয়া হয়ে ওঠে। এরপরই ক্ষিপ্ত জনগণ তাঁকে বেঁধে রাখে গাছের সঙ্গে। তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। এরপর খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজগার আলীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়

এলাকাবাসীদের আরও অভিযোগ, এর আগে নিজের বৌদিকেও তিনি মানসিকভাবে অত্যন্ত নির্যাতন করেছিলেন ওই যুবক। শেষ পর্যন্ত সেই মহিলা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। তা সত্ত্বেও অভিযুক্তের পরিবার কোনও ব্যবস্থা নেয়নি বলেই স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমার মেয়ে পড়তে যেত। সেই সময় ও আমার মেয়েকে খারাপ খারাপ কথা বলত। এরপর বলত তোকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেব। ও ওর বৌদিকেও জ্বালাতন করত। তারপরও পরিবারের লোকজন কেন বিয়ে দেয় না কে জানে?”