Hang Untill Death: সন্দীপ ঘোষের জামিন, এদিকে ধর্ষণ খুনে মূল চক্রীর ফাঁসির সাজা শোনাল আদালত
Hang Untill Death: তদন্তে নেমে পুলিশ দীনবন্ধুকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দিনবন্ধুর বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণ খুনের ধারায় মামলা দায়ের হয়। শুভজিতের বিরুদ্ধে ধর্ষণ খুনের ধারায় মামলা রয়েছে।
মুর্শিদাবাদ: ২১ দিন, তারমধ্যেই চার্জশিট আর ৫৯ দিন, তারমধ্যেই রায়দান। ফরাক্কায় শিশুকন্যা ধর্ষণ খুনে দীনবন্ধু হালদারের ফাঁসির সাজার নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা আদালত। বৃহস্পতিবারই তাকে দোষী সাব্যস্ত করে। অপর অভিযুক্ত শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, ১৩ অক্টোবর নয় বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে দীনবন্ধুর বিরুদ্ধে। সেদিন সকালে পুজোর ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুকে তুলে নিয়ে গিয়েছিল দীনবন্ধু। তারপর তাকে ধর্ষণ করে, তারপর খুন করে। শিশুকন্যার দেহ উদ্ধারের পর ক্ষোভে ফুঁসে ওঠে ফরাক্কা।
তদন্তে নেমে পুলিশ দীনবন্ধুকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দিনবন্ধুর বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণ খুনের ধারায় মামলা দায়ের হয়। শুভজিতের বিরুদ্ধে ধর্ষণ খুনের ধারায় মামলা রয়েছে।
ধৃত দু’জনের বিরুদ্ধে সেই ঘটনায় ২১ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছিল ফরক্কা থানা পুলিশ। বৃহস্পতিবার সেই মামলার রায়দান হয়।। বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়ের এজলাসে দোষী সাব্যস্ত করা হয়।
এদিকে, এই দিনই তিলোত্তমা ধর্ষণ করে অভিযুক্ত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হয়ে যায়। ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে না পারাতেই জামিন হয়ে যায় দু’জনের। সঠিক বিচার না পাওয়ায় হতাশায় ভেঙে পড়েন তিলোত্তমার বাবা-মা। যদিও জামিন পেলেও এখনই জেলমুক্তি নয় সন্দীপ ঘোষের।