AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: ‘প্রকাশ্যেই বলছি মেরে ঠ্যাং ভেঙে দেব…’, হুমায়ূনের ‘হুমকি বাণে’ বিদ্ধ ২ BJP বিধায়ক

TMC MLA Humayun Kabir: হুমায়ূন কবীরের অভিযোগ, এই সকল বিধায়করা দেশের গণতন্ত্র নষ্ট করছে। সম্প্রীতি নষ্ট করছেন। তাই তাঁদের 'ছেড়ে দেবেন না' বলেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক। হুমায়ূন বলেন, "কেউ যদি ২০ শতাংশ ভোট পেয়ে আমাদের হুমকি দেয়, তাহলে আমিও হুমকি দেব। মেরে ঠ্যাং ভেঙে দেব। কিছু করার থাকলে করুন।"

Humayun Kabir: 'প্রকাশ্যেই বলছি মেরে ঠ্যাং ভেঙে দেব...', হুমায়ূনের 'হুমকি বাণে' বিদ্ধ ২ BJP বিধায়ক
হুমায়ূন কবির, বিধায়কImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 30, 2024 | 8:54 PM
Share

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও গৌরীশঙ্কর ঘোষ সম্প্রতি মুর্শিদাবাদ-মালদা -দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার কিছুটা অংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলেন। এবার তাঁদেরই হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। নাম না করে দুই বিজেপি বিধায়ককে ‘মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার’ নিদান দিলেন তিনি।

হুমায়ূন কবীরের অভিযোগ, এই সকল বিধায়করা দেশের গণতন্ত্র নষ্ট করছে। সম্প্রীতি নষ্ট করছেন। তাই তাঁদের ‘ছেড়ে দেবেন না’ বলেও জানিয়েছেন তৃণমূল বিধায়ক। হুমায়ূন বলেন, “কেউ যদি ২০ শতাংশ ভোট পেয়ে আমাদের হুমকি দেয়, তাহলে আমিও হুমকি দেব। মেরে ঠ্যাং ভেঙে দেব। কিছু করার থাকলে করুন।” এখানেই কিন্তু থেমে থাকেননি তিনি। সংযোজন করে আরও বলেন, “প্রকাশ্যেই বলছি দুই বিধায়ক যদি সংযত আচরণ না করেন, ধৈর্যর বাঁধ ভেঙে গেলে গর্তে ঢুকিয়ে দেব। যদি বারাবারি করেন, ভারতের সংস্কৃতি নষ্ট করতে কেউ যদি উৎশৃঙ্খল কথাবার্তা বলেন, গৃহমন্ত্রীর কাছে উল্টোপাল্টা চিঠি লেখেন, তাহলে দু’লক্ষ লোক নিয়ে তাড়াব। মুর্শিদাবাদের কোথাও বিচরণ করতে দেব না।”

উল্লেখ্য, বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে যখন তোলপাড় হচ্ছে বাংলা সেই বিতর্কে ঘি ঢালেন মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক। একজন গৌরীশঙ্কর ঘোষ ও অপরজন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। গৌরীশঙ্কর মালদহ ও মুর্শিদাবাদকে আলাদা রাজ্যের দাবি তুলেছেন। চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে। ঠিক সেই সময় মুর্শিদাবাদ-মালদা -দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার কিছুটা অংশকে জুড়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলেন তিনি। এ দিন, বাংলা ভাগের পক্ষে থাকা এই দুই বিধায়ককেই হুমকি দিয়েছেন হুমায়ূন।