Adhir Chowdhury: ‘আমি জিতছিই’, ভোটের সকালে ইউসুফকে ফুৎকারে উড়িয়ে দিলেন আত্মবিশ্বাসী অধীর

সৌরভ গুহ | Edited By: জয়দীপ দাস

May 13, 2024 | 11:30 AM

Adhir Chowdhury: প্রসঙ্গত, এদিন সকালে বহরমপুরে ভোট শুরুর পর থেকে বিক্ষিপ্তভাবে আসতে থাকে অশান্তির খবর। বেশিরভাগ অভিযোগই উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। সকাল ৯টা পর্যন্ত বহরমপুরে ভোটের হার ১৬.৯৭ শতাংশ।

Adhir Chowdhury: ‘আমি জিতছিই’, ভোটের সকালে ইউসুফকে ফুৎকারে উড়িয়ে দিলেন আত্মবিশ্বাসী অধীর
তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ অধীরের
Image Credit source: Facebook

Follow Us

মুর্শিদাবাদ: জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধীর। ভোটের আগেও একাধিকবার তাঁর মুখে শোনা গিয়েছে এ কথা। এবার ভোটের দিনও ফের একই কথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গলায়। তাঁর সাফ কথা, “আমি জিতছিই। এতে কোনও শঙ্কা নেই।” এদিন ফের ইউসুফ পাঠানের প্রসঙ্গ উঠতেই তা ফুৎকারে উড়িয়ে দিলেন অধীর। স্পষ্ট কথা, ওকে বেকার  এখানে দাঁড় করিয়েছে। 

প্রসঙ্গত, এদিন সকালে বহরমপুরে ভোট শুরুর পর থেকে বিক্ষিপ্তভাবে আসতে থাকে অশান্তির খবর। বেশিরভাগ অভিযোগই উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। সকাল ৯টা পর্যন্ত বহরমপুরে ভোটের হার ১৬.৯৭ শতাংশ। এদিকে এদিন সকাল থেকেই স্বমহিমায় নানা প্রান্তে ঘুরতে দেখা যায় অধীরকে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমি জিতছিই। এতে কোনও শঙ্কা নেই। আমার পুরো আত্মবিশ্বাস আছে। কিছু বিক্ষিপ্ত অশান্তির এসেছে। বেলডাঙায় উত্তেজনা হয়েছে। আমরাও অভিযোগ জানিয়েছি। চার পাঁচ জায়গা থেকে খবর আসছে। তবে বিশাল বড় কিছু এখনও হয়নি।” 

তারপরেই অধীর বলেন, “আমার লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে না , প্রার্থীদের বিরুদ্ধে ও না । আমার লড়াই মোদি মমতার সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। ইউসুফকে বেকার এখানে দাঁড় করিয়ে দিয়েছে।” আগের দফায় অর্থাৎ তৃতীয় দফায় ৭ মে ভোট হয়েছে মুর্শিদাবাদে। এবার চতুর্থ দফায় ভোট হচ্ছে বহরমপুরে। অধীরের বিরুদ্ধে লড়ছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, লড়ছেন বিজেপি প্রার্থী নির্মল সাহা।

Next Article
Adhir Chowdhury: ‘এটা আমার ভোট, আমি তো ঘুরবই’, দুর্গ ধরে রাখতে রাত থেকেই ‘পেট্রোলিং’ শুরু অধীরের
Yusuf Pathan VIDEO: ভোট শুরুর প্রথম পাঁচ ঘণ্টা লুকিয়ে রাখতে পেরেছিলেন, ইউসুফের সঙ্গে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, এজেন্টরা ফেঁসে গেলেন কেলেঙ্কারিতে!