Murshidabad Unrest: ‘স্বামীর অপারেশনের জন্য ২ লাখ রেখেছিলাম, লুট করে নিল ওরা’
স্বামী ভবানন্দ ঘোষের অস্ত্রোপচারের সময় নেওয়া হয়েছিল আর কয়েকদিন পরেই। অস্ত্রোপচার না করলে যন্ত্রণায় মৃত্যু অবধারিত, বলছেন স্ত্রী। কীভাবে স্বামীকে বাঁচাবেন, কোথায় যাবেন, বাড়ির সামনে বসে হাউ হাউ করে কেঁদেই চলেছেন ওই রীতা দেবী।

বেতবোনা: স্বামীর কিডনিতে পাথর। অস্ত্রোপচারের জন্য ধারদেনা করে এবং বিভিন্ন জায়গা থেকে টাকা জোগাড় করে ২ লক্ষ টাকা জমিয়েছিলেন বেতবোনা গ্রামের বাসিন্দা রীতা ঘোষ। শুক্রবার রাতে যে হামলা হয়, সেই টাকা এবং তিন ভরি সোনা নিয়ে গোটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে। অঝোরে কেঁদেই চলেছেন ওই গৃহবধূ।
স্বামী ভবানন্দ ঘোষের অস্ত্রোপচারের সময় নেওয়া হয়েছিল আর কয়েকদিন পরেই। অস্ত্রোপচার না করলে যন্ত্রণায় মৃত্যু অবধারিত, বলছেন স্ত্রী। কীভাবে স্বামীকে বাঁচাবেন, কোথায় যাবেন, বাড়ির সামনে বসে হাউ হাউ করে কেঁদেই চলেছেন ওই রীতা দেবী। কাঁদতে কাঁদতেই রীতি ঘোষ বলছেন, “ওরা চারদিক থেকে ঘিরে ধরেছিল। আমরা আর বেরোতে পারছিলাম না। ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়। সোনা-দানা কিচ্ছু রাখেনি। স্বামীর অপারেশনের জন্য ওই ২ লাখ টাকা রেখেছিলাম। ১০ তারিখ ডেট ছিল। সব টাকা হাতিয়ে নিয়েছে। ওষুধও আনতে পারছি না। পয়সা থাকলে তো ওষুধ আনব। আমাদের কাছে তো আর কোনও পয়সাই নেই। প্রেসক্রিপসনটুকুও আর নেই।”
সন্তান নিয়ে প্রাণে বাঁচাতে চায় ঘোষ পরিবার। এক বুক শোক বুকে নিয়ে তাই রাজ্যই ছাড়তে চান তাঁরা। রীতা ঘোষের স্বামী ভবানন্দ ঘোষ বলেই দিলেন, “এই রাজ্যে আর থাকব না। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে চলে যাব। সেখানে গেলে সুরক্ষিত থাকতে পারব। এখানে আবার বাড়িঘর আবার তাহলে হামলা হবে। তখন কিভাবে বাঁচব!”





