Adhir Chowdhury: ‘তৃণমূলকে ভোট দিলে এসআইআর নাম থাকবে’, বিস্ফোরক অধীর

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 21, 2025 | 9:57 PM

Adhir Chowdhury On SIR: বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, "এসআইআর-কে হাতিয়ার করে তৃণমূল ভোটে নেমে পড়েছে, সর্বত্র আমরা বিএল এ -২ দিতে পারিনি। সেই সমস্ত জায়গায় তৃণমূল এসআইআর-এর  ফর্ম ফিল আপ করছে টাকা নিয়ে, আবার বলছে তৃণমূলকে ভোট দিলে নাম থাকবে, নাহলে নাম থাকবে না।"

মুর্শিদাবাদ: তৃণমূলকে ভোট দিলে এসআইআর নাম থাকবে। তৃণমূলকে ভোট না দিলে বাদ দিয়ে দেওয়া হবে! এমনই বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, “এসআইআর-কে হাতিয়ার করে তৃণমূল ভোটে নেমে পড়েছে, সর্বত্র আমরা বিএল এ -২ দিতে পারিনি। সেই সমস্ত জায়গায় তৃণমূল এসআইআর-এর  ফর্ম ফিল আপ করছে টাকা নিয়ে, আবার বলছে তৃণমূলকে ভোট দিলে নাম থাকবে, নাহলে নাম থাকবে না।” এই বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অধীর। তাঁর আরও অভিযোগ, পুলিশ প্রশাসন তৃণমূলের হয়ে ইতিমধ্যে নির্বাচনে নেমে পড়েছে।  পুলিশি অত্যাচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে অধীর।