EXPLAINED: মন্দির-মসজিদ আর পদ্ম, ছাব্বিশের নির্বাচনের অভিমুখ কি মুর্শিদাবাদ?

EXPLAINED: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আর বছর দেড়েকও বাকি নেই। তৃণমূল কি চতুর্থবার ক্ষমতায় আসবে? নাকি বাংলার মসনদে অন্য কেউ বসবে? এখন থেকে জোর চর্চা শুরু হয়েছে। ছাব্বিশের নির্বাচনে জিততে রাজনৈতিক দলগুলির হাতিয়ার কী হবে? এই পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে মুর্শিদাবাদ। হঠাৎ কেন মুর্শিদাবাদকে নিয়ে আলোচনা বাড়ছে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: মন্দির-মসজিদ আর পদ্ম, ছাব্বিশের নির্বাচনের অভিমুখ কি মুর্শিদাবাদ?
পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 02, 2025 | 6:52 PM

মুর্শিদাবাদ: একসময় বাংলার রাজধানী ছিল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগসূত্রের কাজ করে এই জেলা। পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই মুর্শিদাবাদ জেলা আলোচনার কেন্দ্রে। কেউ ঘোষণা করেছেন, বাবরি মসজিদ তৈরি করবেন জেলায়। আবার কেউ জানিয়েছেন, জেলার প্রতি বিধানসভা কেন্দ্রে রামমন্দির তৈরি করবেন। এরই মাঝে কেন্দ্রীয় সরকার ২০২৫ সালে পদ্ম সম্মান প্রাপক হিসেবে যাঁদের নাম ঘোষণা করেছে, তাতে এমন দু’জন রয়েছেন, যাঁদের সঙ্গে মুর্শিদাবাদের গভীর যোগ রয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ছাব্বিশের নির্বাচনে কি এপিক সেন্টার হয়ে উঠবে মুর্শিদাবাদ জেলা? রাজনৈতিক দলগুলি কি মুর্শিদাবাদে বাড়তি নজর দিচ্ছে? ছাব্বিশের নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে এই জেলা? মুর্শিদাবাদের জনসংখ্যা- ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন