Murshidabad: উত্তাল নদীতে ডিঙি নৌকা নিয়ে গিয়েছিলেন মাছ ধরতে , মুহূর্তেই ‘গিলে খেল’ গঙ্গা

Murshidabad: স্থানীয় সূত্রে খবর, ডিঙি নৌকা নিয়ে আর মাছ ধরার জাল নিয়ে উত্তাল গঙ্গায় নেমেছিলেন কয়েজন মৎস্যজীবী। সেই সময় সময় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তখনই ডুবে যায় নৌকাগুলি। নৌকাডুবির ঘটনায় সম্পূর্ণ ব্লক প্রশাসনকেই দায়ী করলেন এলাকাবাসী।

Murshidabad: উত্তাল নদীতে ডিঙি নৌকা নিয়ে গিয়েছিলেন মাছ ধরতে , মুহূর্তেই 'গিলে খেল' গঙ্গা
মুর্শিদাবাদে নৌকাডুবি
Follow Us:
| Edited By: | Updated on: Oct 24, 2024 | 9:04 AM

সামশেরগঞ্জ: ঘূর্ণিঝড় দানা নিয়ে আগাম সতর্কতা আগেই ছিল। তবে তার মধ্যেও নদীতে মাছ ধরতে নেমেছিল ছ’টি ডিঙি নৌকা। আর তারপরই বিপত্তি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রায় ছ’টি ডিঙি নৌকা ডুবে  যাওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় প্রায় সাতজন নিখোঁজ ছিল। যদিও পরে চারজন সাঁতার কেটে চলে আসেন। বাকি তিনজনের খোঁজ এখনও মেলেনি।

স্থানীয় সূত্রে খবর, ডিঙি নৌকা নিয়ে আর মাছ ধরার জাল নিয়ে উত্তাল গঙ্গায় নেমেছিলেন কয়েজন মৎস্যজীবী। সেই সময় সময় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। তখনই ডুবে যায় নৌকাগুলি। নৌকাডুবির ঘটনায় সম্পূর্ণ ব্লক প্রশাসনকেই দায়ী করলেন এলাকাবাসী। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “কয়েকদিন আগেই বন্যার সতর্কবার্তা যেভাবে দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই যদি প্রশাসন আগেভাগেই সতর্ক থাকত, এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করত তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না।” আরও এক ব্যক্তি বলেন, “একটা নৌকা ছিল সেখান থেকে একজন উঠে এল। তারপর দূরে দেখি আরও একটা নৌকা। সেই নৌকা থেকে বাঁচাও-বাঁচাও বলে সকলে চিৎকার করছে। যতটা পেরেছি তাঁদের উদ্ধার করেছি।”

এলাকাবাসী এই ঘটনার জন্য সামশেরগঞ্জ প্রশাসনকেই দায়ী করলেও ঘটনার বিষয়ে বিডিও জানিয়েছেন, “নৌকাডুবির ঘটনা ঘটেছে। যা বুঝলাম সকলেই বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা। কতজন তলিয়ে গিয়েছে সেই সংখ্যা বলা মুশকিল। প্রশাসন সতর্কবার্তা আগেই দিয়েছে। শুনলাম যতদূর ওঁরা মাছ ধরছিলেন।”