AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Beldanga protest: ‘ওটা কি ভারতের বাইরে?’, বধ্যভূম-বেলডাঙা নিয়ে বলতে গিয়ে বঙ্গভঙ্গের পরিস্থিতি তুললেন সম্বিত

BJP on Beldanga Chaos: এদিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র বলেন, "অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম শাসন ব্যবস্থা জারি রেখেছেন, তাতে বর্তমানে বঙ্গভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯০৫ সালে ইংরেজরা তোষণের রাজনীতি করে বাংলাকে ভাগ করতে চেয়েছিল। আর আজ আমি যদি জোর দিয়ে বলি, তুষ্টিকরণের রাজনীতির জেরে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাংলাকে ভাগ করতে, তা অতিরঞ্জিত হবে না।"

Beldanga protest: 'ওটা কি ভারতের বাইরে?', বধ্যভূম-বেলডাঙা নিয়ে বলতে গিয়ে বঙ্গভঙ্গের পরিস্থিতি তুললেন সম্বিত
বেলডাঙায় বিক্ষোভ নিয়ে কী বললেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র?Image Credit: TV9 Bangla
| Updated on: Jan 17, 2026 | 2:07 PM
Share

বেলডাঙা ও নয়াদিল্লি: বিক্ষোভের আগুনে জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙা। স্থানীয় এক পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে গতকাল থেকে উত্তপ্ত এলাকা। রাস্তা অবরোধ, রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। পাথরও ছোড়া হয় বলে অভিযোগ। গতকালের পর শনিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বেলডাঙায় অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এবার রাজ্য সরকারকে নিশানা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। এদিন তিনি প্রশ্ন তোলেন, বেলডাঙা কিংবা বাংলা কি ভারতের বাইরে? 

এদিন নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম শাসন ব্যবস্থা জারি রেখেছেন, তাতে বর্তমানে বঙ্গভঙ্গের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯০৫ সালে ইংরেজরা তোষণের রাজনীতি করে বাংলাকে ভাগ করতে চেয়েছিল। আর আজ আমি যদি জোর দিয়ে বলি, তুষ্টিকরণের রাজনীতির জেরে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাংলাকে ভাগ করতে, তা অতিরঞ্জিত হবে না। এখন তো কখনও কখনও মনে হয়, এই বাংলা ভারতের অন্য অংশ। এই বাংলা কি ভারতের বাইরে? বাংলা ভারতের অংশ নয় কি? যে সব প্রক্রিয়া সারা ভারতে হয়, ওই সব সাংবিধানিক প্রক্রিয়ায় কুঠারাঘাত করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার তৃণমূল সরকার।”

বেলডাঙার অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে সম্বিত পাত্র বলেন, “এখন মুর্শিদাবাদে হিংসা হচ্ছে। জাতীয় সড়ক অবরোধ করা হচ্ছে। রেল অবরোধ করা হচ্ছে। ওটা কি ভারতের অংশ নয়? আর মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি দিচ্ছেন, এটা সংখ্যালঘুদের অসন্তোষ।”

এসআইআর প্রক্রিয়া নিয়েও তৃণমূলকে নিশানা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র। তিনি বলেন, “এসআইআর বাংলায়ও হচ্ছে। সেই প্রক্রিয়া অসাংবিধানিকভাবে আটকানোর চেষ্টা করছে তৃণমূল। বিডিও-র দফতরে হামলা হচ্ছে। আর যখন হামলা হচ্ছে তখন সেখানে হাজির তৃণমূল বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে চাই, আপনি রোহিঙ্গাদের বাঁচাতে চাইছেন। আমি বাংলার মানুষকেও বলতে চাই, নিশ্চিন্তে ঘুমোতে চাইলে জেগে ওঠুন।”