AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bankura: উত্তমকে নিয়ে যত ঝামেলা! পদ বদলেও পরও তৃণমূলের গণ্ডগোল থামছে না

সম্প্রতি, তৃণমূলের অপসারিত ব্লক সভাপতি উত্তম কুমার বীট সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেন রাজনৈতিক ভাবে না পেরে প্রশাসনকে কাজে লাগিয়ে তাঁকে বা তাঁর সমর্থকদের দমানোর চেষ্টা হচ্ছে। সামাজিক মাধ্যমে এই পোস্টের লক্ষ্য যে তৃণমূলেরই বিরোধী গোষ্ঠী তা বলার অপেক্ষা থাকে না।

Bankura: উত্তমকে নিয়ে যত ঝামেলা! পদ বদলেও পরও তৃণমূলের গণ্ডগোল থামছে না
| Edited By: | Updated on: Jan 17, 2026 | 1:57 PM
Share

ওন্দা (বাঁকুড়া): নির্বাচনের মুখে ওন্দায় ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি, বাঁকুড়ার ওন্দায় তৃণমূল ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে উত্তম কুমার বীটকে দলের ব্লক কমিটির আহ্বায়ক করা হয়েছিল। সেই দ্বন্দ্বই প্রকাশ্যে এসেছে। সম্প্রতি, সামাজিক মাধ্যমে অপসারিত ব্লক সভাপতি পোস্ট করে তোপ দেগেছেন দলের নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। যদিও সামাজিক মাধ্যমের যে পোস্টকে ঘিরে এই ঘটনা সেই পোস্ট তাঁর নিজের করা নয় বলেই দাবি করেছেন অপসারিত ব্লক সভাপতি। বিজেপির দাবি, পদ থেকে অপসারণের পরেই ভাগ বাঁটোয়ারা ঠিকমতো না পাওয়াতেই এই গোষ্ঠীদ্বন্দ্ব।

বাঁকুড়ার ওন্দা বিধানসভা এলাকায় বারেবারে সামনে এসেছে রাজ্যের শাসকদলের অন্তর্কলহ। তৃণমূলের এই অন্তর্কলহ মেটাতে বারংবার রাজ্য নেতৃত্ব উদ্যোগ নিলেও তা যে ওন্দায় কোনও কাজেই আসেনি তা বলাই বাহূল্য। সম্প্রতি, এই অন্তর্কলহ সামাল দিতে তৃণমূলের ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে যুগ্ম আহ্বায়ক পদে বসানো হয় উত্তম কুমার বীটকে। আর তারপরেই আরও প্রকট হয়েছে রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব।

সম্প্রতি, তৃণমূলের অপসারিত ব্লক সভাপতি উত্তম কুমার বীট সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেন রাজনৈতিক ভাবে না পেরে প্রশাসনকে কাজে লাগিয়ে তাঁকে বা তাঁর সমর্থকদের দমানোর চেষ্টা হচ্ছে। সামাজিক মাধ্যমে এই পোস্টের লক্ষ্য যে তৃণমূলেরই বিরোধী গোষ্ঠী তা বলার অপেক্ষা থাকে না। যদিও সদ্য অপসারিত ব্লক সভাপতি সামাজিক মাধ্যমে করা ওই পোস্টের দায় অস্বীকার করেছে। তাঁর দাবি রাজনৈতিক ভাবে তাঁকে অপদস্থ করতে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট করেছে অন্য কেউ। তবে,বিজেপির দাবি, ভাগ পাচ্ছেন না উত্তম কুমার বীট। আর তাতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে।