Murshidabad: পিস্তল নিয়ে সটান প্রেমিকার গ্রামে হাজির যুবক, ইলেকট্রিক পোলে বেঁধে চলল গণধোলাই
Murshidabad: জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত যুবককে। খোঁজ চলছে তার বাকি সঙ্গীদের। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রামের বাসিন্দাদেরও।

সামশেরগঞ্জ: দীর্ঘদিন প্রেম করে শেষে সম্পর্ক রাখতে না চাইলে প্রেমিকার বাড়িতে পিস্তল নিয়ে চড়াও হওয়ার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। সঙ্গী তার আরও দুই বন্ধু। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড দিঘড়ি গ্রামে। এদিকে আগ্নেয়াস্ত্র নিয়ে ৩ যুবককে এলাকায় ঢুকতে দেখেই তাড়া করল স্থানীয় বাসিন্দারা। এক যুবককে ইলেক্ট্রিক পোলে বেঁধে চলল গণধোলাই। খবর যায় পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক অস্ত্রধারী যুবককে।
একজন ধরা পড়লেও বাকি দুই যুবক পলাতক। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ধৃত তিন যুবকের মধ্যে একজনের সঙ্গে দিঘড়ি গ্রামের এক যুবতীর প্রণয়ের সম্পর্ক ছিল। কিন্তু, নিজেদের মধ্যে ঝামেলার জন্য ওই যুবতী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। তাতেই রেগে আগুন ওই তাঁর প্রেমিক। হুমকি দিতে সোজা পিস্তল নিয়ে হাজির প্রেমিকার গ্রামে। তবে তাঁদের বাড়িতে ঢোকার আগেই এলাকার বাসিন্দারা তাঁদের ঘিরে ধরে। যদিও শুধুই কী প্রেমে সমস্যা, নাকি অন্য কোনও কারণে ওই যুবকের দল আগ্নেয়াস্ত্র নিয়ে ওই গ্রামে ঢুকেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃত যুবককে। খোঁজ চলছে তার বাকি সঙ্গীদের। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রামের বাসিন্দাদেরও। অন্যদিকে একদিন আগেই আবার প্রেমিকার সঙ্গে অশান্তির জেরে ভিডিয়ো কল করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে দেখা যায় এক বারুইপুরের এক যুবককে। মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি, তাঁদের সম্পর্ক মেনে নেয়নি মেয়ের পরিবার। তা নিয়ে ঝামেলা চলছিল দুজনের মধ্যে। ছেলে গরিব বলে বিয়ে দিতে চাইছিল না মেয়ের পরিবার। এরইমধ্যে শুক্রবার রাতে এই কাণ্ড ঘটিয়ে ফেলে রাকেশ মণ্ডল নামে ওই যুবক।
