Murshidabad: ভারতরত্ন পাবেন…. আশায় থেকে সর্বস্ব খুইয়ে আজ নিঃস্ব মুর্শিদাবাদের শিক্ষিকা
Murshidabad: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলার অভিযোগে প্রাইমারি স্কুলের শিক্ষককে গ্রেফতার করল সুতি থানার পুলিশ। জানা গিয়েছে, সুতি থানার শেখপুরা প্রাইমারি স্কুলের শিক্ষক হাসানুজ্জামান এক প্রাক্তন শিক্ষিকাকে ভারতরত্ন-সহ একাধিক পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলে।

মুর্শিদাবাদ: শিক্ষিকাকে তিনি আশ্বাস দিয়েছিলেন ভারতরত্ন পাইয়ে দেবেন। সহকর্মী শিক্ষকের কথা বিশ্বাসও করে ফেলেছিলেন শিক্ষিকা। তবে তার বিনিময়ে চেয়েছিলেন টাকা। ভারতরত্ন পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রাইমারি স্কুলের শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক মহিলার অভিযোগে প্রাইমারি স্কুলের শিক্ষককে গ্রেফতার করল সুতি থানার পুলিশ। জানা গিয়েছে, সুতি থানার শেখপুরা প্রাইমারি স্কুলের শিক্ষক হাসানুজ্জামান এক প্রাক্তন শিক্ষিকাকে ভারতরত্ন-সহ একাধিক পুরস্কার পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলে। পুলিশ সূত্রে খবর, ৪২ লক্ষের বেশি টাকা নেই প্রাক্তন শিক্ষিকা জাইরুল বিবির কাছ থেকে।
শুধু তাই নয়, চাকরি পাইয়ে দেওয়ার নাম করেও টাকা তোলাবাজি করেন ওই শিক্ষক। জাইরুল বিবির অভিযোগের ভিত্তিতে প্রাইমারি স্কুলের ওই শিক্ষককে গ্রেফতার করে থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে জঙ্গিপুর আদালতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয়। যদিও পুর ঘটনা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।





