Murshidabad: মুর্শিদাবাদের বিস্ফোরণে বাংলাদেশ যোগ! NIA তদন্তের দাবি করলেন শুভেন্দু
Murshidabad: বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর খয়েরতলা এলাকায় রবিবার গভীর রাতে বিস্ফোরণ হয়। তাতে প্রথমে এক জনের দেহ উদ্ধার হয়। পরে উদ্ধার হয় আরও দু'জনের দেহ। মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিম শেখ নামে তিন জনের দেহ উদ্ধার হয়।
মুর্শিদাবাদ: মু্শিদাবাদের বোমা বিস্ফোরণের ঘটনায় মিলল বাংলাদেশ যোগ! ঘটনাস্থল থেকে উদ্ধার অল্প পরিমাণে উদ্ধার সাদা পাউডার, সুতলি। যে তিন জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে সাকিরুলের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বাংলাদেশে ফেনসিডিল পাচারচক্রের সঙ্গে যোগ ছিল সাকিরুলের। এই বিস্ফোরণের সঙ্গে সেই বিষয়টিরও যোগ থাকতে পারে বলে সূত্রের খবর।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর খয়েরতলা এলাকায় রবিবার গভীর রাতে বিস্ফোরণ হয়। তাতে প্রথমে এক জনের দেহ উদ্ধার হয়। পরে উদ্ধার হয় আরও দু’জনের দেহ। মামুন মোল্লা, সাকিরুল সরকার ও মুস্তাকিম শেখ নামে তিন জনের দেহ উদ্ধার হয়। মুস্তাকিন শেখের বাড়ি মাহাতাব কলোনি এলাকায়। মামুন মোল্লা এবং সাবিরুল সরকার বাড়ি খয়েরতলা এলাকায়। তারা রাতের বাড়ির মধ্যে বোমা বাঁধছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেগুলি অত্যন্ত উন্নতমানের বলে জানিয়েছেন তদন্তকারীরা। কোথা থেকে এই বিস্ফোরক নিয়ে আসা হয়েছে তা স্পষ্ট নয় এখনও।
মুর্শিদাবাদের বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গ উত্থাপিত হয় বিধানসভাতেও। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। নন্দীগ্রামের বিস্ফোরণের সঙ্গেও তুলনা করেন তিনি।