মুর্শিদাবাদ: এবার শিশুদের স্কুলের পাশ থেকে বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার। শুক্রবার সকালে ফরাক্কার হাজারপুর গ্রামে শিশু শিক্ষা কেন্দ্রের পিছনে লিচু বাগান থেকে বোমা ও বিস্ফোরক উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার হাজারপুর গ্রামের আম ও লিচু বাগানের মধ্যে তিনটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। সেই তিনটি ব্যাগের মধ্যে দুটি ব্যাগে বোমা তৈরির সরঞ্জাম ছিল। এক ব্যাগ ভর্তি বোমা পাওয়া যায়। পুলিশ সিআইডি বোম স্কোয়াডকে খবর দেয় বোম নিষ্ক্রিয় করার জন্য। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। কিন্তু এভাবে শিশু শিক্ষা কেন্দ্রের পাশ থেকেই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা তো সব বারুদের স্তূপেই যেন বাস করছি। একটা বাচ্চাদের স্কুল। বাচ্চাগুলোর নিরাপত্তা নিয়েই তো প্রশ্ন থাকছে।” কোথায় কোথায় আরও বোমা লুকিয়ে রয়েছে, কে জানে।মুর্শিদাবাদের দুটি পৃথক জায়গা থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ২৩ পিস বোমা উদ্ধার করেছে পুলিশ। সামশেরগঞ্জ থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং ১ পিস কার্তুজ-সহ ১৮ পিস বোমা উদ্ধার করে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। বলাই বাহুল্য বীরভূমে গত চারদিনে উদ্ধার হচ্ছে ৪০০টি বোমা, ৩০ কেজি বিস্ফোরক। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে। তবে এর মধ্যেও চলছে বোমাবাজির ঘটনা। ভাটপাড়া, হালিশহরে বোমাবাজি হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেই।
রাজ্যে এত অস্ত্র, বোমা আসছে কোথা থেকে? পুলিশ কি আগে থেকে কিছুই জানত না? কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এত বোমা-অস্ত্র উদ্ধার? প্রশ্ন তুলছেন বিরোধীরা।
আরও পড়ুন: ঠাকুর বাড়িতে যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের ওপর ‘হামলা’, আজ মতুয়ামেলায় রাজ্যপাল