Attacked On Matua: ঠাকুর বাড়িতে যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের ওপর ‘হামলা’, আজ মতুয়ামেলায় রাজ্যপাল

Attacked On Matua: এই ঘটনায় আপাতত বারাসত থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদের বারাসত আদালতে পেশ করা হবে ।

Attacked On Matua: ঠাকুর বাড়িতে যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের ওপর 'হামলা', আজ মতুয়ামেলায় রাজ্যপাল
বনগাঁর মতুয়া পুণ্যার্থীদের ওপর হামলা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2022 | 2:15 PM

উত্তর ২৪ পরগনা: ঠাকুর বাড়িতে যাওয়ার পথে মতুয়া পুণ্যার্থীদের বাসে দুষ্কৃতী হামলার অভিযোগ। গত ৩০ তারিখে ঠাকুরবাড়িতে যাচ্ছিলেন কয়েকজন পুণ্যার্থী। তাঁরা একটি বাসে যাচ্ছিলেন ঠাকুরনগরে। অভিযোগ, বারাসত-যশোররোডে ৩০ জন দুষ্কৃতী বাস আটকে হামলা চালায়। পুণ্যার্থীদের মারধর করে, বাসে ভাঙচুর চালায় বলেও অভিযোগ। স্থানীয়রাই আহতদের উদ্ধার করেন। আহতরা সোনারপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি। বারাসত থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত চার জনকে গ্রেফতার করা হয়েছে। আজ, শুক্রবার মতুয়া মেলায় যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার আগেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কিন্তু কী কারণে এই হামলা? প্রাথমিকভাবে তদন্তে পুলিশ জানতে পেরেছে, পুণ্যার্থীদের বাসের সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। তখনই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ওই গাড়িতে থাকা বেশ কয়েকজন তখন ওই বাসে উঠে হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত এক পুণ্যার্থী বলেন, “প্রথমে বাইরে থেকেই চিৎকার, গালিগালাজ করছিল। তারপর যখন দেখল বাস থেকে কেউ নামছি না আমরা। তখন বাইরে থেকে বড় বড় ইট নিয়ে বাসে ছুড়তে থাকে। আমাদের দলপতিকে নামিয়ে নিয়ে গিয়ে মারধর করা হয়। বাস থেকে টেনে দূরে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে।”

সব হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। এলাকার সিসিটিভি, আক্রান্তদের সঙ্গে কথা বলে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বারাসাত থানার পুলিশ। এই ঘটনায় আপাতত বারাসত থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার তাদের বারাসত আদালতে পেশ করা হবে । ধৃতদের প্রত্যেতেক বাড়ি বারাসতের কাজীপাড়া এলাকায়।

বিষয়টি নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, “যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেটা অত্যন্ত অসুরক্ষিত এলাকা। বারবার ওই ধরনের ঘটনা ঘটেছে এলাকায়। প্রশাসনকেও জানানো হয়েছে। প্রশাসনকে বলব, সব অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতার করুক। তা না হলে আমরা সংগঠন থেকে ব্যবস্থা নেব কী করতে হয়। এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন আপনারা।”

তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “প্রথম থেকেই বলছি বিজেপি ষড়যন্ত্র করছে। যারা ২০২১ এর ভোটে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। মতুয়াদের জন্য সবথেকে বেশি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়াদের পাশে সবসময় থেকেছেন। শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন। এই ঘটনা বিজেপির পরিকল্পিত। এই বাসের ওপর হামলা ষড়যন্ত্র। মতুয়াদের সঙ্গে শাসকদলের বিরোধ বাধাতে চাইছে বিজেপি। দোষীদের শাস্তি দেওয়া হোক।”

ঘটনার প্রতিবাদে আবার শুক্রবার সকালে হাবড়া স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখান মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা। ট্রেন আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদা-বনগাঁ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে হাবড়া থানার পুলিশ ও রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: ভাদু খুনে উদ্ধার আগ্নেয়াস্ত্র, ‘অপারেশনে’র পর তা কীভাবে পৌঁছল নলহাটিতে?

আরও পড়ুন: আরও পড়ুন:ঘর থেকে বের হচ্ছিল দুর্গন্ধ, দমদমে মা-ছেলের পচাগলা দেহ উদ্ধার