Murshidabad Murder: প্রেমিকাকে কেন খুন করল ফেসবুক লাইভেই জানাবে কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্র
Murshidabad Murder: সোমবার শপিং মলে গিয়ে প্রেমিক সুশান্তের হাতেই খুন হতে হয়েছে সুতপাকে। অভিযোগ পরিবারের। সিসি ক্যামেরাবন্দি খুনের সে দৃশ্য ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে।
মুর্শিদাবাদ: খুন কীভাবে হয়েছে তা তো প্রকাশ্যে এসেছে। কিন্তু কেন প্রেমিকাকে খুন করেছে কম্পিউটার সায়েন্সের মেধাবী ছাত্র? সেটাও নাকি সে ফেসবুক লাইভে এসেই বলবে বলে জানিয়েছে। হাতে হাতকড়া, মুখে কাপড়ের মুখোশ, পুলিশি ঘেরাটোপে আদালত চত্বরে দাঁড়িয়েই বহরমপুরে বিজ্ঞানের ছাত্রী খুনে ধৃত প্রেমিক সুশান্ত চৌধুরী বলল, “ফেসবুক লাইভে এসে বলব কেন খুন করেছি। সবাই জানতে পারবে।” কথাগুলো বলার সময়েও অদ্ভূত একটা নির্লিপ্ততা ছিল তার শরীরী ভাষায়। এক রাত আগে সেই কি না ছুরি হাতে উন্মত্তভাবে কুপিয়েছে নিজের প্রেমিকাকে। মৃত্যুর পরও লাথি মেরেছে প্রেমিকার শরীরে। আক্রোশ তার শারীরিক ভঙ্গিমাতেই ফুটে ওঠেছিল। মঙ্গলবার সকালে আদালতে যখন সুশান্তকে পেশ করা হচ্ছিল, তখন সে ছিল অত্যন্ত শান্ত, নিস্পৃহ।
সোমবার শপিং মল থেকে ফেরার পথে প্রেমিক সুশান্তের হাতে খুন হতে হয়েছে সুতপাকে। এমনটাই অভিযোগ পরিবারের। সিসি ক্যামেরাবন্দি খুনের সে দৃশ্য ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে। সুশান্তকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে জেলা জজ আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
দুই পরিবার ও প্রতিবেশীদের থেকে জানা যায়, রোগা ছিপছিপে চেহারার সুশান্ত ছোট থেকেই মেধাবী। সুতপার বাড়ির সামনে তাঁর পিসির বাড়ি। তাই ছোটবেলা থেকেই সুতাপাকে চিনত সুশান্ত। পিসির বাড়ি আসার সুবাদে প্রথমে বন্ধুত্ব, কৈশোরের গণ্ডি পেরনোর পর প্রেম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেমও হয়েছিল গাঢ়। কিন্তু তাঁদের প্রেম কোনওদিনই মেনে নিতে পারেননি সুতপার পরিবার। তা থেকেই অশান্তি। কিন্তু কেন খুন? কেন এতটা নৃশংসতা? কীসের কারণে এতটা আক্রোশ? প্রচণ্ড ভালোবাসাই কি এতটা আক্রোশের কারণ? প্রশ্নের উত্তরগুলো এখনও অধরা। জানা যাচ্ছে, সোমবারই দুপুরে বহরমপুরে এসেছিল সুশান্ত। একটি হোটেলে উঠেছিল সে।
বহরমপুরেই গোরাবাজারে একটি মেসে থাকতেন সুতপা। সোমবার সকালেও বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা হয় তাঁর। মেসের আবাসিকরা জানান, দুপুরে শপিং মলে যাচ্ছেন বলে বের হন তিনি। এরপরই সন্ধ্যা নাগাদ মেসের সামনে তাঁর উপর হামলা হয়।
আরও পড়ুন: Weather Update: আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ভাসবে এই তিন জেলা, সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট! সতর্কতা আবহাওয়া দফতরের