Murshidabad: একে বন্যা তার উপর গঙ্গা ভাঙন, তলিয়ে যাচ্ছে বাড়ি থেকে মসজিদ সব
Murshidabad: ভাঙ্গনের গর্ভে কয়েকশো মিটার জমি, গাছ পালা তলিয়ে যাওয়ার পাশাপাশি গঙ্গা তীরবর্তী একটি জামে মসজিদ তলিয়ে যেতে বসেছে। ইতিমধ্যেই মসজিদের একাংশ নদীগর্ভে চলে গিয়েছে। যে কোনও মুহূর্তে পুরো মসজিদটি গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সামশেরগঞ্জ: বন্যায় নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক এলাকায়। খানাকুল, আরামবাগ, উদয়নারায়ণপুর, পাঁশকুড়া সহ আরও একাধিক। জায়গায়-জায়গায় কোথাও ভেঙেছে বাড়ি। কোথাও ভেসেছে রাস্তা। কোথাও হাঁটু তো কোথাও এক মানুষ জল। এরই মধ্যে এবার মুর্শিদাবাদ। সেখানে সন্ধ্যে হতেই শুরু হয়েছে গঙ্গা ভাঙন। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভয়াবহ ভাঙন। জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যা থেকেই এই ভাঙন শুরু হয়েছে লোহরপুর গ্রামে।
ভাঙ্গনের গর্ভে কয়েকশো মিটার জমি, গাছ পালা তলিয়ে যাওয়ার পাশাপাশি গঙ্গা তীরবর্তী একটি জামে মসজিদ তলিয়ে যেতে বসেছে। ইতিমধ্যেই মসজিদের একাংশ নদীগর্ভে চলে গিয়েছে। যে কোনও মুহূর্তে পুরো মসজিদটি গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এদিকে ভাঙন শুরু হতেই এলাকার প্রায় কয়েকশো পরিবার বাড়িঘরের যাবতীয় আসবাবপত্র নিয়ে অন্যত্র পালানোর চেষ্টা করছে। হাতের কাছে যে যা পাচ্ছেন সেই মতোই সামগ্রী নিয়ে প্রাণভয়ে পালাচ্ছেন তাঁরা। আতঙ্ক আর হাহাকার যেন ছড়িয়ে পড়েছে লোহরপুর গ্রামে। কোথায় যাবেন,কী করবেন ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ। কারও হাতে ফ্যান, কারও হাতে লাইট। সঙ্গে প্রয়োজনীয় বস্ত্র নথিপত্র। যে যা পেরেছেন তা নিয়েই বেরিয়ে পড়েছেন।