Murshidabad: ৫৯ দিনে রায়, ফরাক্কায় শিশুর ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত

Murshidabad: ধৃতের বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণ খুনের অভিযোগ ও বাকি দুজনের নামে ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ধৃত দুইজনের বিরুদ্ধে সেই ঘটনায় ২১ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছিল ফারাক্কা থানা পুলিশ।

Murshidabad: ৫৯ দিনে রায়, ফরাক্কায় শিশুর ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত
ফরাক্কায় শিশু ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত, ডান দিকে আইনজীবীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 4:55 PM

মুর্শিদাবাদ: ফরাক্কায় শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় ৫৯ দিনের মধ্যে দোষী সাব্যস্ত করল নিম্ন আদালত। গত ১৩ অক্টোবর নয় বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।  এই ঘটনায় পুলিশ প্রথমে একজনকে গ্রেফতার করে।  তদন্তে নেমে শুভজিৎ হালদার নামে আরও একজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়ের এজলাসে দোষী সাব্যস্ত করা হয়।

ধৃতের বিরুদ্ধে অপহরণ করে ধর্ষণ খুনের অভিযোগ ও বাকি দুজনের নামে ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ধৃত দুইজনের বিরুদ্ধে সেই ঘটনায় ২১ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছিল ফারাক্কা থানা পুলিশ। বৃহস্পতিবার সেই মামলার রায়দান হয়। বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়ের এজলাসে দোষী সাব্যস্ত করা হয়।

প্রসঙ্গত, ঘটনার দিন ওই নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল ফুল কুড়নোর জন্য। তারপর আর বাড়ি ফেরেনি সে। পরে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার হয় সেই নাবালিকার দেহ। সোমবার পকসো আইনে মামলা রুজু হয়েছে। জঙ্গিপুর পুলিশ প্রথমে খুনের মামলা দায়ের করেছিল। পরে পকসো আইনে ধর্ষণ মামলা দায়ের হয়।