Murshidabad: আইনজীবীকে মারধর, প্রাণনাশের হুমকি, গ্রেফতার
Murshidabad: আইনজীবীর অভিযোগ, তাঁকে মারধর করা হয়। এই ঘটনায় যুব তৃণমূলের সভাপতি ফারুক আব্দুল্লাহ সহ তার সঙ্গে থাকা জাহিরুল ইসলাম, তাজিরুল ইসলাম এবং ছাত্রনেতা আসিফ খানের বিরুদ্ধে লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী।
মুর্শিদাবাদ: আইনজীবীকে মারধর এবং প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠল লালগোলা ব্লক যুব তৃণমূলের সভাপতি সহ তার দলবলের বিরুদ্ধে। এ বিষয়ে আক্রান্ত আইনজীবী নূর সেলিম শেখ লালগোলা থানায় লিখিত অভিযোগ জমা করলে একজনকে গ্রেফতার করে পুলিশ।
লালগোলা থানার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের বাসিন্দা তথা লালবাগ মহকুমা আদালতে আইনজীবী হিসাবে কর্মরত নূর মহম্মদ সেলিম গত মাসের ২৭ তারিখ আদালতের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের সামনে চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। অভিযোগ, সে সময় লালগোলা ব্লক তৃণমূলের যুব সভাপতি ফারুক আব্দুল্লাহ সহ তার দলবল ওই আইনজীবীর উপর চড়াও হয়।
আইনজীবীর অভিযোগ, তাঁকে মারধর করা হয়। এই ঘটনায় যুব তৃণমূলের সভাপতি ফারুক আব্দুল্লাহ সহ তার সঙ্গে থাকা জাহিরুল ইসলাম, তাজিরুল ইসলাম এবং ছাত্রনেতা আসিফ খানের বিরুদ্ধে লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই আইনজীবী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাজিরুলকে গ্রেফতার করে। বাকিরা অধরা ছিল।
থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্য আইনজীবীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এমনকি ওই আইনজীবীর বাড়ি ঘেরাও করা হয়। শুক্রবার চার অভিযুক্ত লালবাগ মহকুমা আদালতে এসে আগাম জামিনের আবেদন করে। বিচারক দু’জন কে শর্ত সাপেক্ষে জামিন দেয়। অভিযুক্ত ব্লক তৃণমূলের যুব সভাপতি ফারুক আব্দুল্লাহ এবং তৃণমূলের স্থানীয় ছাত্র নেতা আসিফ খানকে তিন দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।