Old age pension: ‘হ্যালো অভিমন্যু? আপনি মৃত’, ফোন কাটতেই মহা ফ্যাসাদে বৃদ্ধ
Goverment: ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। সেখানে অভিমন্যু হালদার নামে এক ব্যক্তির বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওই বৃদ্ধের দাবি, তাঁকে মৃত বানিয়ে দিয়ে বার্ধক্য ভাতার তালিকা থেকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে।
ডোমকল: একটা ফোন এল। সেই ফোন ধরতেই বৃদ্ধকে অপর প্রান্ত থেকে বলা হল ‘হ্যালো অভিমন্যু! আপনি মৃত। তাই আপনার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।’ তারপর রেখে দেওয়া হল ফোন। শুনেই তো ‘থ’ বৃদ্ধ। প্রথমে কেউ মজা করছিল বলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি ততটা। কিন্তু নাহ। এ কী দেখলেন সত্যিই-সত্যিই তিনি পাচ্ছে না বার্ধক্য ভাতা।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। সেখানে অভিমন্যু হালদার নামে এক ব্যক্তির বার্ধক্য ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে। ওই বৃদ্ধের দাবি, তাঁকে মৃত বানিয়ে দিয়ে বার্ধক্য ভাতার তালিকা থেকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে। অভিমুন্যবাবুর বক্তব্য, কয়েকদিন আগে সন্ধে ছ’টা নাগাদ ডোমকল ব্লকের রায়পুর পঞ্চায়েত থেকে কেউ ফোন করে। জানতে চাওয়া হয় অভিমন্যু কে। তারপরেই তাঁকে বলা হয় তাঁর ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তাঁর মৃত্যু হয়েছে।
এ দিকে এই ঘটনার পর অনেকের সঙ্গে যোগাযোগ করেন ওই বৃদ্ধ। তাঁর ভাতা পুনরায় চালু করার জন্য অনেক চেষ্টাই করেছেন। কিন্তু কোনও সুরাহা মেলেনি বলে দাবি তাঁর। অভিমুন্য হালদার বলেন, “আমার কাছে ফোন আসে। বলছে নাকি মৃত। তারপর বন্ধ হয়ে যায় টাকা ঢোকা।” অপরদিকে, পঞ্চায়েত সদস্য চাঁদের পাড়া প্রহ্লাদ হালদার বলেন, “পঞ্চায়েত থেকে প্রতি বছর মানুষ জীবিত না মৃত দেখার জন্য আপলোড করা হয়। এ ক্ষেত্রে আমি প্রত্যেকের কাগজপত্র নিয়ে গিয়ে পঞ্চায়েতে নিয়ে এসেছি। এবার এটা হয়ত ব্যতিক্রম যে ওঁর আপলোড হয়নি। তারপর যখন উনি বলেন যে টাকা ঢুকছে না। আমি অ্যাকাউন্ট চেক করতে বলি। তারপর এদের বিডিও অফিসে নিয়ে যাই। সেখানে লিখিত অভিযোগ দায়ের করি। সেখানে জানতে পারি ওঁরট আপলোড হয়নি। তাই টাকা ঢুকছে না।”