Mamata Banerjee: জুড়ে গেল সুতি-সামশেরগঞ্জ! ওয়াকফ-বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে দেওয়া প্রতিশ্রুতি রাখলেন মমতা
New Sub-Division in Murshidabad: মুখ্যমন্ত্রী যখন মুর্শিদাবাদে একটি প্রশাসনিক সভায় যোগ দেন। তখন, সেখানকার প্রশাসনিক জটিলতার খোদ নিজেই তুলে ধরেন তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলাকে আরও মজবুত করতে নতুন মহকুমা গঠনেরও প্রতিশ্রুতি দিয়ে আসেন মমতা।

মুর্শিদাবাদ: ওয়াকফ নিয়ে রাজ্য জুড়ে চড়া আন্দোলনের প্রভাব সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল মুর্শিদাবাদে। এমনকি, অশান্তির সময়েও এই এলাকার সুতি, সামশেরগঞ্জ ছেড়ে পালাতে হয়েছিল একের পর এক সাধারণ মানুষকে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হয়েছিল প্রশাসন।
পরবর্তীতে মুখ্যমন্ত্রী যখন মুর্শিদাবাদে একটি প্রশাসনিক সভায় যোগ দেন। তখন, সেখানকার প্রশাসনিক জটিলতার খোদ নিজেই তুলে ধরেন তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলাকে আরও মজবুত করতে নতুন মহকুমা গঠনেরও প্রতিশ্রুতি দিয়ে আসেন মমতা।
এবার সেই মাস কয়েক কাটতেই নিজের প্রতিশ্রুতি রাখলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বিশেষ অনুমোদন নিয়ে তৈরি হয়েছে ফরাক্কা মহকুমা। সূত্রের খবর, জঙ্গিপুর মহকুমার অন্তর্গত চারটি ব্লক, যথাক্রমে ফরাক্কা, সুতি ১ এবং ২ ও সামশেরগঞ্জকে জুড়েই এই নতুন মহকুমার তৈরির জন্য ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।
নবান্ন সূত্রে খবর, এই নয়া ফরাক্কা মহকুমা তৈরি হওয়ার জেরে পুলিশি কাজ পরিচালনার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি, গোটা মহকুমা স্তরেই প্রায় ১০৯টি নতুন পদও তৈরি করা হয়েছে। বৈঠকে সেই বিষয়টিতেও সায় দিয়েছে মন্ত্রিসভা।
তড়িঘড়ি মহকুমা গঠন কেন?
আইনশৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাকে মজবুত করতেই এই নয়া মহকুমা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, মত বিশেষজ্ঞদের। সম্প্রতি, ওয়াকফ আন্দোলন ঘিরে রাজ্যে সবচেয়ে বেশি অব্যবস্থা ও অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের এই নির্দিষ্ট কিছু এলাকাগুলিতেই। খোদ সামশেরগঞ্চে রাতারাতি ঘরছাড়া হয়েছিল ৫০০-এর অধিক পরিবার। গোটা ঘটনার দায় এসে পড়েছিল নবান্নের কাঁধে। তাই অতীত থেকে শিক্ষা নিয়েই মুর্শিদাবাদে বিশেষ দাওয়াই মমতার।

