Abhishek Banerjee: ‘মৃতের পরিবারকে ২ লক্ষ টাকার সাহায্য, স্ত্রীকে চাকরি’, তপ্ত বেলডাঙা নিয়ে বড় বার্তা অভিষেকের
Abhishek in Murshidabad: অভিষেক সাফ জানালেন, ইতিমধ্যেই মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থাকে। পাশাপাশি মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। তবে বারবারই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কথা শোনা যায় অভিষেকের মুখে।

বহরমপুর: জ্বলছে বেলডাঙা। স্থানীয় পরিযায়ী শ্রমিককে ঝাড়খণ্ডে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে গোটা এলাকা। রাস্তা নেমে এসেছে সাধারণ মানুষ। রাস্তা অবরোধ তো চলছেই, সঙ্গে চলছে রেল অবরোধ। দফায় দফায় সংবাদমাধ্যমের উপর হামলার অভিযোগও উঠেছে। শুক্রবারের পর শনিবারও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বন্ধ হয়ে যায় কৃষ্ণনগর-লালগোলা ট্রেন চলাচল। এরইমধ্যে বহরমপুরে সভা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলেন বড় বার্তা।
অভিষেক সাফ জানালেন, ইতিমধ্যেই মৃত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থাকে। পাশাপাশি মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। তবে বারবারই এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কথা শোনা যায় অভিষেকের মুখে। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “আমি সকলকে অনুরোধ করব এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখবেন। কোনওভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া যাবে না।”
বাংলার পক্ষ থেকে থেকে যে ঝাড়খণ্ড সকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে সে কথাও বলেন অভিষেক। বহরমপুরের মঞ্চ থেকে বলেন, “বেলডাঙার ঘটনা শোনার পর সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কথা বলেছি। আমি বলেছি এই ঘটনার পিছনে যদি কেউ দায়ী থাকে আপনি তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তাঁরা আমাদের আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব অ্যাকশন নেওয়া হবে। কিন্তু, আইন কেউ হাতে তুলে নেবেন না। আইন হাতে তুলে নিয়ে লাভ বিজেপির, লাভ এই গদ্দারগুলির। আপনাদের মাথায় রাখতে হবে কারও উস্কানিতে পা দেবেন না। এখানে ইউসুফ আছে। ও আমাকে কালকে ফোন করে বলেছে আমি বেলডাঙা যেতে চাই। আমি বলেছি আজকে আমার র্যালি আছে। আজকে আমাদের মিটিংয়ের পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন ইতিমধ্যেই ২ লক্ষ টাকার আর্থিক সহায়তা ও তাঁর স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। এটা আমাদের মানবিক সরকার।” একইসঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে হেল্প লাইন চালু করা হয়েছে বলেও জানান অভিষেক।
