Kartik Maharaj: জোর করে গর্ভপাত করানোর অভিযোগ, কার্তিক মহারাজের বিরুদ্ধে FIR করলেন নির্যাতিতা

Kartik Maharaj: কিন্তু, এতদিন পর কেন অভিযোগ? আগে কেন অভিযোগ হয়নি? হিন্দুদের পক্ষে বলার জন্যই কী ফাঁসানো হচ্ছে? প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের।

Kartik Maharaj: জোর করে গর্ভপাত করানোর অভিযোগ, কার্তিক মহারাজের বিরুদ্ধে FIR করলেন নির্যাতিতা
কার্তিক মহারাজImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 29, 2025 | 2:19 PM

বেলডাঙা: চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ২০১৩ সালের ঘটনা। ইতিমধ্যেই মুর্শিদাবাদের নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। জোর করে গর্ভপাত করানোর অভিযোগ এনেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর চলছে রাজনৈতিক মহলে। 

যদিও অভিযোগ উড়িয়ে মহারাজ বলছেন, তাঁর বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হয়েছে। কিন্তু সত্যেরই জয় হবে। তিনি বলছেন, “আশা করি সত্য সত্যের পথে যাবে। আইন আইনের পথেই যায়।” ইতিমধ্যেই মহিলার পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানা যাচ্ছে। তিনি বলছেন, আমার উপর তো যে কোনও সময় অ্যাটাক হতে পারে। সে কারণেই পুলিশ প্রোটেকশন দিচ্ছে। 

কিন্তু, এতদিন পর কেন অভিযোগ? আগে কেন অভিযোগ হয়নি? হিন্দুদের পক্ষে বলার জন্যই কী ফাঁসানো হচ্ছে? প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি বলছেন, “পুলিশ সঠিকভাবে তদন্ত করুক। এতদিন যখন উনি মুখ খোলেননি তখন ওনার বিরুদ্ধে অভিযোগ হয়নি। এখন মুখ খুলছেন, সঙ্গে সঙ্গে অভিযোগ চলে এল। আদৌও অভিযোগ কতটা সত্য, আগে কেন বিষয়টা সামনে আসেনি সবটা নিয়ে তদন্ত হোক। কিন্তু, এমন যেন না হয় কেউ হিন্দুদের পক্ষে কথা বলার জন্য তাঁকে বিপদে ফেলতে হবে!”  

সুর চড়িয়েছে তৃণমূল। কটাক্ষ বিজেপিকে। কার্তিক মহারাজকে কেন এখনও গ্রেফতার করা হয়নি? প্রশ্ন তুলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কটাক্ষের সুরে তিনি বলছেন, “কার্তিক মহারাজের বিরুদ্ধে ভদ্রমহিলা যে বয়ান দিয়েছেন, তারপরে লজ্জা করছে না সুকান্ত মজুমদারের কথা বলতে? কার্তিক মহারাজ এগুলো করতে সাহস পেয়েছে সুকান্ত মজুমদারের পার্টির মদতে। এই লোকেরা ধর্মকে কলুষিত করছে।”