Murshidabad: মহিলার কাঁধের ব্যাগে নজর ছিল পুলিশের, গাড়িতে ওঠার আগেই…
Woman arrested with arms: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে মুর্শিদাবাদের শেষপ্রান্ত সাগরপাড়া অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল সাধনার। গোপন সূত্রে খবর পেয়ে আগেই ওত পেতে ছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী উমরপুরে এক গাড়ি থেকে অন্য গাড়িতে ওঠার সময় পুলিশ তাঁকে ঘিরে ধরে।

মুর্শিদাবাদ: ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। কাঁধে ব্যাগ। এক গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠবেন এক মহিলা। আচমকা তাঁকে ঘিরে ধরল পুলিশ। আর মহিলার ব্যাগে তল্লাশি চালাতেই চমকে উঠল তারা। মহিলার ব্যাগ থেকে পাওয়া গেল ৫টি সেমি অটোমেটিক ৭ এমএম পিস্তল ও ২৪ রাউন্ড কার্তুজ। ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার। রবিবার বিকেলে উমরপুরের ফরাক্কাগামী বাসস্ট্যান্ড থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলার নাম সাধনা হালদার। তাঁর বাড়ি লালগোলা থানার কৃষ্ণপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার এনটিপিসি এলাকা থেকে অস্ত্রগুলি সংগ্রহ করে মুর্শিদাবাদের শেষপ্রান্ত সাগরপাড়া অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল সাধনার। গোপন সূত্রে খবর পেয়ে আগেই ওত পেতে ছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পরিকল্পনা অনুযায়ী উমরপুরে এক গাড়ি থেকে অন্য গাড়িতে ওঠার সময় পুলিশ তাঁকে ঘিরে ধরে। অস্ত্র উদ্ধারের পর সাধনাকে গ্রেফতার করা হয়।
আর কয়েকমাস পর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্র চোরাচালান বাড়ছে বলে অভিযোগ। এই আবহে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারকে বড় সাফল্য হিসেবে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃত মহিলা কোনও অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখছে তারা। কাদের কাছে তিনি অস্ত্র পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিলেন, জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করবে পুলিশ। সোমবার ধৃত মহিলাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। ধৃত মহিলাকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানাবে পুলিশ। জেলায় অস্ত্র চোরাচালান বন্ধে তারা সক্রিয় বলে পুলিশ জানিয়েছে।
