Kaliganj Child Death: বাড়িতে নেই তামান্নার পরিবার, সুকান্ত মজুমদার দেখা করার আগেই সরিয়ে নিয়ে গেল পুলিশ?
Kaliganj Child Death: কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পরই বোমাবাজিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির পড়ুয়া তামান্নার। মেয়েকে খুইয়ে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার। আজ, শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তামান্নার পরিবারের সঙ্গে দেখা করার কথা।

কালীগঞ্জ (নদিয়া): তৃণমূলের বিজয় উৎসবে বোমাবাজির বলি নাবালিকা। নিহত তামান্নার পরিবারের সঙ্গে আজ দেখা করতে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে তার আগেই উঠল মারাত্মক অভিযোগ। সুকান্ত মজুমদার পৌঁছনোর আগেই তালাবন্ধ তামান্নার বাড়ি। বাড়িতে নেই তামান্নার পরিবার। কোথায় গেলেন তাঁরা?
কালীগঞ্জ উপনির্বাচনে জয়ের পরই বোমাবাজিতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির পড়ুয়া তামান্নার। মেয়েকে খুইয়ে শোকে ভেঙে পড়েছে তাঁর পরিবার। আজ, শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তামান্নার পরিবারের সঙ্গে দেখা করার কথা। বিজেপির ঘোষিত কর্মসূচি ছিল এটি। নদিয়ায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার পর কালীগঞ্জের ওই নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। এদিকে তার আগেই সরিয়ে নিয়ে যাওয়া হল তামান্নার পরিবারকে।
আজ আদালতে নিহত ছাত্রীর মায়ের জবানবন্দি নেওয়া হবে। অভিযোগ, গোপন জবানবন্দি নেওয়ার অজুহাত দেখিয়ে পুলিশ তাঁদের বাড়ি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের নিয়ে যাওয়া হয় পলাশীর মীর ফাঁড়িতে। সেখান থেকে কৃষ্ণনগর আদালতে নিয়ে যাওয়া হয়।
বিজেপির অভিযোগ, এটি সম্পূর্ণ চক্রান্ত। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যাতে তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে না পারেন, তার জন্যই পুলিশ আগেই মৃত নাবালিকার পরিবারকে সরিয়ে নিয়ে গিয়েছে। তাদের দাবি, এলাকায় বিজেপি যাতে ঢুকতে না পারে, তার চেষ্টাই করছে শাসক দল। বিজেপি গেলে তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়বে, এমনটাই দাবি সাংসদ জগন্নাথ সরকার ও বিজেপির নদীয়া জেলার দক্ষিণের সভাপতি অর্জুন বিশ্বাসের।
গতকালই নাবালিকার মা অভিযোগ করেছিলেন পুলিশি নিষ্ক্রিয়তার। তিনি জানিয়েছিলেন, পুলিশ তার বাড়ির বাইরে আসলেও, তাঁর সঙ্গে কথা বলছে না। এখনও অনেক অভিযুক্তকে ধরা হয়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামে এখনও বোমা মজুত রয়েছে। পুলিশ সেই বোমা উদ্ধার করছে না।

