Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘যশোরে সেনা দিয়ে পুজো, এপারে পুলিশ দিয়ে’, তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

Suvendu Adhikari: নগরউখড়ায় একটি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিতর্ক হয়েছিল। সেই নগরউখড়ারই একটি সরস্বতী পুজোয় এদিন যোগ দেন শুভেন্দু।

Suvendu Adhikari: 'যশোরে সেনা দিয়ে পুজো, এপারে পুলিশ দিয়ে', তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2025 | 12:10 AM

প্রদীপ্তকান্তি ঘোষ

নদিয়া: সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রবিবার নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া এলাকায় একটি সরস্বতী পুজোর অনুষ্ঠানে যোগ দেন তিনি। অঞ্জলি দিতে দেখা যায় তাঁকে। কলকাতার যোগেশচন্দ্র ল কলেজে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো নিয়ে তীব্র আক্রমণ করলেন। বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করলেন বিধানসভার বিরোধী দলনেতা।

নগরউখড়ায় একটি প্রাথমিক স্কুলে সরস্বতী পুজো করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন আগে বিতর্ক হয়েছিল। সেই নগরউখড়ারই একটি সরস্বতী পুজোয় এদিন যোগ দেন শুভেন্দু।

পুলিশি প্রহরায় কলকাতার কলেজে পুজো নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, “এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। ওপারের যশোরে আর্মি দিয়ে পুজো হচ্ছে। আর এপারে পুলিশ দিয়ে পুজো হচ্ছে। তাও হাইকোর্টের হস্তক্ষেপে।” এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, বিজেপি সরকার গঠন হলে জিহাদিমুক্ত বাংলা হবে।

নৈহাটিতে খুন নিয়ে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেন তিনি। বলেন, “এক্স হ্যান্ডলে সিসিটিভি ফুটেজ দিয়েছি। খুনিদের নাম পরিচয় বলে দিয়েছি। আক্রমণকারী ও আক্রান্ত দুজনেই তৃণমূল। বিজেপির লোকজন এইসব করে না। অজয় ঠাকুরকে এনেছেন, গোলমাল আরও বাড়বে।”

মালদার বিধায়ক সাবিত্রী মিত্রের দুর্ঘটনা প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর নিজের দলের বিধায়ক, মন্ত্রী, নেতাদের নিরাপত্তা দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলব, তিনি যেন এই বিষয়ে বিধানসভায় উল্লেখ করেন। আমরা সঙ্গ দেব।”