Nabadwip: গঙ্গার ঘাট থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার! শোরগোল নবদ্বীপে, ছুটে এল পুলিশ
Nabadwip: ফরেসডাঙা এলাকার রেল ব্রিজের নিচে নদীর পারে পড়ে রয়েছে এক ওই ব্যক্তির দেহ। তবে তাঁকে কেউ চিনতে পারেননি। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। মুহূর্তেই ঘাটে জমে যায় ব্যাপক ভিড়।

নবদ্বীপ: গঙ্গার পাড় থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। তাতেই জোর শোরগোল নবদ্বীপে। রোজকার মতো এদিন সকালেও নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে যান নবদ্বীপের মাঝিরা। তখনই ফরেসডাঙা এলাকার রেল ব্রিজের নিচে নদীর পারে পড়ে রয়েছে এক ওই ব্যক্তির দেহ। তবে তাঁকে কেউ চিনতে পারেননি। খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। মুহূর্তেই ঘাটে জমে যায় ব্যাপক ভিড়।
খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। কয়েকদিন আগেই নবদ্বীপের বরালঘাটে এক ব্যক্তি নৌকা থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে শোনা যায়। এদিন উদ্ধার হওয়া দেহ ওই ব্য়ক্তির হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও যে অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে তাতে রীতিমতো পচন ধরে গিয়েছে। তাই চিনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে।
এলাকার মাঝিরা বলছেন, অন্যান্য দিনের মতো এদিন ভোরে তাঁরা মাছ ধরার তোড়জোড় করছিলেন। নৌকা নিয়ে যেই না নদীতে নামতে যাবেন তার আগেই তাঁরা দেখেন নদীর পাড়ে পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ। তাঁরাই খবর দেন পুলিশে। ততক্ষণে ওই জায়গায় রীতিমতো ভিড় জমে গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ওই এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। একইসঙ্গে উদ্ধার হওয়া ব্যক্তির খোঁজে জোরকদমে খোঁজখবর নেওয়া হচ্ছে এলাকাতেও।
