AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Smuggling: বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের বিরাট প্ল্যানিং! ঘুটঘুটে অন্ধকারেও সব ধরে ফেলল বিএসএফ

BSF: বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের কাছে খবর যায়, পাচারের উদ্দেশে সীমান্তবর্তী এলাকায় সোনা মজুত করা হয়েছে। সেই খবর পেয়েই কাজিবাগান এলাকায় অভিযান চালান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তাতেই আসে সাফল্য। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দিয়ে পাচারের আগেই বাজেয়াপ্ত হয়েছে সোনার বার ও সোনার বিস্কুট।

Gold Smuggling: বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের বিরাট প্ল্যানিং! ঘুটঘুটে অন্ধকারেও সব ধরে ফেলল বিএসএফ
সোনা পাচারের চেষ্টা বানচালImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 08, 2024 | 5:56 PM
Share

নদিয়া: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ফের বড় সাফল্য বিএসএফের। পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ সোনা। শনিবার ভোর রাতে নদিয়ার গেদের কাছে কৃষ্ণগঞ্দ থানার অন্তর্গত টুঙ্গিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। সেই সময়েই বিএসএফের ৩২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের কাছে খবর যায়, পাচারের উদ্দেশে সীমান্তবর্তী এলাকায় সোনা মজুত করা হয়েছে। সেই খবর পেয়েই কাজিবাগান এলাকায় অভিযান চালান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তাতেই আসে সাফল্য। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় দিয়ে পাচারের আগেই বাজেয়াপ্ত হয়েছে সোনার বার ও সোনার বিস্কুট।

সীমান্তরক্ষী বাহিনী সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া সোনার মোট বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। সব মিলিয়ে উদ্ধার হয়েছে এক জোড়া সোনার বার ও ২০টি সোনার বিস্কুট। যার মোট ওজন প্রায় সাড়ে চার কেজির কাছাকাছি। সীমান্তরক্ষী বাহিনী তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছেস বিএসএফ জওয়ানদের সতর্ক নজরদারির ফলে আন্তর্জাতিক সীমান্তে সোনা চোরাচালানের চেষ্টা আটকানো সম্ভব হয়েছে।

বিএসএফের তরফে জানানো হয়েছে, বাহিনীর কাছে আগে থেকেই গোপন সূত্র মারফত খবর ছিল। বাংলাদেশের দিক থেকে কাঁটাতারের ওপার থেকে সোনা পাচারের প্ল্যানিং ছিল। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বাজেয়াপ্ত হওয়া সোনা কাস্টমস বিভাগের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।