Ration Card: খবর সম্প্রচারের পরই নড়েচড়ে বসল খাদ্য-দফতর, সরকারি খাতায় আবার ‘জীবিত’ বলে মিলল স্বীকৃতি

West Bengal: এই মাসে রেশন আনতে গেলে ডিলার তাঁদের বলেন যে তাঁরা মৃত। এরপরই চক্ষু চড়কগাছ হয় তাঁদের।

Ration Card: খবর সম্প্রচারের পরই নড়েচড়ে বসল খাদ্য-দফতর, সরকারি খাতায় আবার 'জীবিত' বলে মিলল স্বীকৃতি
সরকারি খাতায় মিলল জীবন (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 3:40 PM

নদিয়া: কিছুদিন আগেই জীবিত দুই ব্যক্তিকে ‘মৃত’ বলে স্বীকৃতি দিয়েছিলেন খাদ্য-দফতরের আধিকারিকরা। এমনকী রেশন দিতেও অস্বীকার করেন তাঁরা। এরপর গোটা বিষয়টি তুলে ধরে সংবাদবাদ মাধ্যম। সেই খবরের জেরেই খাতায়-কলমে পুনরায় জীবন ফিরে পায় ওই একই পরিবারের দুই সদস্য।

গত পরশু অর্থাৎ চলতি মাসের ১৫ তারিখ সংবাদ মাধ্য়মে সামনে আসে একটি খবর। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার বাসিন্দা কৌশিক সরকার ও তাঁর মা রঞ্জিতা সরকার কিছুদিন আগে রেশনের দ্রব্য আনতে ডিলারের কাছে যান। কিন্তু রেশন ডিলার জানায় রেশন কার্ডে তাঁরা দু’জনই মৃত। শুনেই আকাশ থেকে পড়েন তাঁরা। জীবিত থাকতেই কীভাবে মৃত হয়ে গেলেন বুঝতেই পারছেন না ওঁরা।

এরপর রেশনের দ্রব্য আনতে ডিলারের কাছে যান। কিন্তু রেশন ডিলার জানায় রেশন কার্ডে তাঁরা দু’জনই মৃত। শুনেই আকাশ থেকে পড়েন তাঁরা। জীবিত থাকতেই কীভাবে মৃত হয়ে গেলেন বুঝতেই পারেন না ওঁরা। পরে খাদ্য দফতরে গেলে সেখান থেকে সাফ জানানো হয় যে ওই দুই ব্যক্তির নামে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই করা রয়েছে। সেই কারণে তাঁরা আর রেশন পাবেন না। কিন্তু জীবিত অবস্থায় কে তাঁদের নামে ডেথ সার্টিফিকেটের আবেদন করলেন তা বুঝে উঠতেই কালঘাম ছুটছিল তাদে।

জানা গিয়েছে, একাধিকবার খাদ্য দফতর থেকে শুরু করে শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক সহ মহাকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। কিন্তু লিখিতভাবে প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কোনও সুরাহা হয়নি। এক শ্রেণীর সরকারি আধিকারিকের অপদার্থতার জেরে একদিকে যেমন সহকারী জিনিসপত্র থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁরা, অন্যদিকে বিভিন্ন কাজের ক্ষেত্রেও প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড তারা জমা দিতে পারছিলেন না।

পুরো ঘটনাটি সংবাদ মাধ্যমের সামনে জানান কৌশিক বাবু ও তাঁর মা রঞ্জিতা দেবী। মিডিয়াতেই জোরদার ভাবে খবর প্রচার করা হয়। তখনই নড়েচড়ে বসে খাদ্য-দফতর। সূত্রের খবর, তার কয়েক ঘণ্টা পরই পুনরায় তাঁদেরকে রেশন কার্ডে জীবিত বলে দেখানো হয়। স্বাভাবিকভাবেই পরিবারের তরফ থেকে সংবাদমাধ্যমকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা।

কী জানালেন কৌশিক বাবু?

তিনি বললেন, “আমাদের সমস্যা মিটেছে। আর সবটুকুই সম্ভব হয়েছে সংবাদ মাধ্যমের জন্য আপনারা প্রত্যেকে খবর সম্প্রচার না করলে  এই সমস্যার সুরাহা হত না। আমি নতুন করে দেখতে পাই পোর্টেলে রেশন কার্ডগুলো জীবিত আকারে ফিরে এসেছে। পাশাপাশি আধার লিঙ্ক হয়ে গেছে। সংবাদটি সম্প্রচার হওয়ার ঘণ্টাদুয়েকের মধ্যেই সুরাহা হয়েছে। সরকারি আধিকারিকরা জানায় যে আমি আগের রেশনও পাব।”

আরও পড়ুন: Farmer Suicide: ঋণের পর ঋণের বোঝা, তার উপর অভিশাপ জাওয়াদ! উদ্বেগ-ভয়ে আত্মহত্যা আলুচাষির

আরও পড়ুন: Ration Card: রেশন তুলতে গিয়ে মাথায় হাত! ডিলার বললেন, ‘আপনারা তো মৃত…’