Kalyani: পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা ফাটছে সেল! ছোট্ট ইস্যুতে জল গড়াল বহুদূর, অগ্নিগর্ভ কল্যাণী, নামল RAF

Kalyani: ঘটনার সূত্রপাত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড ঘিরে।    ডাম্পিং গ্রাউন্ড তৈরি করাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকার মাঝে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না। তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ চলছিল।

Kalyani: পুলিশকে লক্ষ্য করে ইট, পাল্টা ফাটছে সেল! ছোট্ট ইস্যুতে জল গড়াল বহুদূর, অগ্নিগর্ভ কল্যাণী, নামল RAF
অগ্নিগর্ভ কল্যাণীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 21, 2024 | 2:36 PM

নদিয়া: বিজেপি বিধায়ককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ওপর ক্ষোভ আছড়ে পড়েছে কর্মী সমর্থকদের। পুলিশকে লক্ষ্য করে চলছে ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ। নামানো হয়েছে RAF। ঘটনাকে গিরে উত্তপ্ত কল্যাণী।

জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড ঘিরে।    ডাম্পিং গ্রাউন্ড তৈরি করাকে কেন্দ্র করেই বিবাদের সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকার মাঝে ডাম্পিং গ্রাউন্ড করা যাবে না। তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবাদ চলছিল। বৃহস্পতিবার সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বৃহস্পতিবার ডাম্পিং গ্রাউন্ডের পাঁচিল দেওয়ার কাজ শুরু করে পৌরসভা। তখন এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক।  অভিযোগ, পৌরসভার কর্মীদের কাজে বাধা দেন তিনি। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। আর তারপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশকে লক্ষ্য করে চলতে থাকে ইটবৃষ্টি।  ভাঙচুর করা হয় মোটরবাইক ও বেশ কিছু জিনিসপত্র। পুলিশের পক্ষ থেকে পাল্টা কাদানে গ্যাস ছোড়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। RAF মোতায়েন।