এবার কৃষ্ণনগরে ভুয়ো আইএএস অফিসারের হদিশ!
Krishnanagar: মধ্যরাত্রে নবদ্বীপের একটি হোটেল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

নদিয়া: ভুয়ো আইএএস অফিসারের হদিশ পেল পুলিশ। আইএএস অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে কৃষ্ণনগর (Krishnanagar) কোতোয়ালি থানার পুলিশ। ধৃতের নাম অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়।
মধ্যরাত্রে নবদ্বীপের একটি হোটেল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ। জানা গিয়েছে, অচিন্ত্য তাঁর গাড়িতে ভুয়ো নীল বাতি লাগিয়ে নিজেকে আইএএস অফিসার হিসাবে পরিচয় দিয়ে ঘুরে বেড়াতেন। কল্যাণী থানা এলাকার অভিজিৎ রায় নামে এক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নাম করে প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
অভিজিৎ রায় দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার পর, তাঁর সন্দেহ হয় যে অচিন্ত্য আদৌ আইএএস অফিসার নন। এর পরেই বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে গোটা বিষয়টি বুঝতে পারেন। দিন কয়েক আগে নদিয়ার কৃষ্ণনগরে এক মহিলা নিজেকে সিআইডি পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের সহযোগিতায় অচিন্ত্যের বিরুদ্ধে পদক্ষেপ করে পুলিশ। আরও পড়ুন: মুখে তৃণমূলের পতাকা, গাছে ঝুলন্ত কংগ্রেস কর্মীর দেহ!
