AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Police: তিন মাস আগে বিয়ে, গিয়েছিলেন জামাইষষ্ঠীতেও! ফিরেই ডিউটির মাঝেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর

Police: বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার SAP ২ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। ডিউট ছিল গোপালনগর থানার ১০ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউট পোস্টে।

Police: তিন মাস আগে বিয়ে, গিয়েছিলেন জামাইষষ্ঠীতেও! ফিরেই ডিউটির মাঝেই গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর
চিন্তার মেঘ পরিবারে Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 03, 2025 | 2:11 PM
Share

নদিয়া: বাড়ি ফিরেছিলেন জামাইষষ্ঠীতে। ফিরে গিয়ে যোগ দিয়েছিলেন কাজে। কিন্তু, তারমধ্যেই যে এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলবেন তা ভাবতে পারেননি কেউই। সহকর্মীরা বলছেন, ডিউটিতে থাকাকালীন আচমকা নিজেরই সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি করে বসেন। বিভাস ঘোষ নামে বছর আঠাশের ওই পুলিশ পুলিশ কর্মীর বাড়ি নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামে। 

বর্তমানে তিনি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার SAP ২ নম্বর ব্যাটেলিয়ানের কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। ডিউট ছিল গোপালনগর থানার ১০ মাইল এলাকায় নাকা চেকিংয়ের আউট পোস্টে। সেখানেই ঘটে এই ঘটনা। কিন্তু, কেন তিনি আচমকা আত্মহত্যার চেষ্টা করতে গেলেন তা নিয়ে ধোঁযাশায় সতীর্থরা। চিন্তার মেঘ বাড়িতে। 

পরিবার সূত্রে খবর, মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল ওই বিভাসের। স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। কিন্তু, এই অবস্থাতে কেন তিনি এই কাণ্ড করতে গেলেন তার উত্তর নেই কারও কাছেই। ঘটনার পর তাঁর সতীর্থরাই তঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়েছে। পরিবার  সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই নার্ভের ওষুধ খাচ্ছিলেন ওই পুলিশ কর্মী। তাই কোনওরকম মানসিক অবসাদ থেকে তিনি এই কাণ্ড করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।