MAKAUT: শিক্ষকের সঙ্গে সমস্যা? MAKAUT-এর পাঁচতলা থেকে ঝাঁপ ছাত্রীর, ছাত্রকে বিয়ে বিতর্কের পর ফের খবরে বিশ্ববিদ্যালয়
MAKAUT: বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আহত ছাত্রীর নাম সায়নী সেন। এমটেকের প্রথম বর্ষে পড়েন তিনি। সোমবার ছিল পড়ুয়া। অভিযোগ, এক শিক্ষকের সঙ্গে পরীক্ষা কেন্দ্রিক কিছু সমস্যা সৃষ্টি হয়। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

নদিয়া: কলেজ ছাত্রকে ‘বিয়ে’। প্রথম বর্ষের ছাত্রের হাতে সিঁথিতে সিঁদুর পড়েছিলেন অধ্যাপিকা। হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা উল্কা গতিতে ছড়িয়ে পড়ে সব মহলে। সেই ঘটনার পর ফের সংবাদ শিরোনামে MAKAUT। এবার বিশ্ববিদ্যালয় থেকে মরণঝাঁপ ছাত্রীর। তদন্তে পুলিশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আহত ছাত্রীর নাম সায়নী সেন। এমটেকের (M.tech)-এর প্রথম বর্ষে পড়েন তিনি। সোমবার ছিল পড়ুয়া। অভিযোগ, এক শিক্ষকের সঙ্গে পরীক্ষাকেন্দ্রিক কিছু সমস্যা সৃষ্টি হয়। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এরপরই চরম সিদ্ধান্ত নেন সায়নী। বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে ঝাঁপ দেন ওই পড়ুয়া। দ্রুত তাঁকে উদ্ধার করে হরিণঘাটার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ। যদিও এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বা ছাত্রীর পরিবারের কারও বক্তব্য এখনও মেলেনি।
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রকে বিয়ের ঘটনায় কম বিতর্ক হয়নি। যদিও অধ্যাপিকার বক্তব্য ছিল, এটি একটি নাটক। তিনি বলেছিলেন, “একটা ড্রামাকে, মানে একটা নাটকে নাচ-গান অনেক কিছুই হয়। কিন্তু কেবলমাত্র একটা অংশকে নিয়ে ভাইরাল করেছে। এটা খুবই নোংরা ব্যাপার। আমাকে চরিত্র হনন হচ্ছে। বাচ্চাদেরও ইমেজ খারাপ হচ্ছে।” তবে চর্চা হয় শিক্ষামহলে। এরপর যদিও অধ্যাপিকা নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। তবে তা গৃহীত হয়নি।





