Nadia: বিশেষভাবে সক্ষম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগের পরও অধরা অভিযুক্ত
Nadia: ঘটনাটি ঘটেছে গত ৮ ই নভেম্বর শান্তিপুর থানার বাগআঁচড়া এলাকায়। নির্যাতিতা মহিলার স্বামীর অভিযোগ, সন্ধ্যাবেলা তাঁরা স্বামী-স্ত্রী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। অভিযুক্ত তাঁর স্ত্রীকে মুখ চেপে ধরে তাঁর বাড়ির দিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।
![Nadia: বিশেষভাবে সক্ষম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগের পরও অধরা অভিযুক্ত Nadia: বিশেষভাবে সক্ষম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় অভিযোগের পরও অধরা অভিযুক্ত](https://images.tv9bangla.com/wp-content/uploads/2024/11/Shantipur-3.jpg?w=1280)
নদিয়া: আবার বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ শান্তিপুর থানার বাগআঁচড়া এলাকায়। থানায় অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার প্রতিনিয়ত হুমকির মুখে পড়তে হচ্ছে নির্যাতিতা মহিলা ও তাঁর পরিবারকে। প্রাণভয়ে বাড়িছাড়া নির্যাতিতা মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা। ঘটনা পর পলাতক অভিযুক্ত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৮ ই নভেম্বর শান্তিপুর থানার বাগআঁচড়া এলাকায়। নির্যাতিতা মহিলার স্বামীর অভিযোগ, সন্ধ্যাবেলা তাঁরা স্বামী-স্ত্রী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। অভিযুক্ত তাঁর স্ত্রীকে মুখ চেপে ধরে তাঁর বাড়ির দিকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। বাধা দেওয়ায় নির্যাতিতাকে মারধরও করা হয় বলে অভিযোগ।
অবশেষে নির্যাতিতার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত। এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। কিন্তু তারপর সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
বর্তমানে প্রাণভয়ে বাড়ি ছাড়া হয়ে রয়েছেন নির্যাতিতা মহিলা ও তার পরিবার। যদিও লিখিত অভিযোগের পরেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি শান্তিপুর থানার পুলিশ।
![আপনার হাতে কেন টাকা থাকে না? নিম করোলি বাবা বলছেন... আপনার হাতে কেন টাকা থাকে না? নিম করোলি বাবা বলছেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Neem-Karoli-Baba-had-said-that-money-never-stays-in-the-hands-of-these-3-types-people.jpg?w=670&ar=16:9)
![অবসরের পরে আমেরিকার প্রেসিডেন্ট কী কী সুবিধা পান? অবসরের পরে আমেরিকার প্রেসিডেন্ট কী কী সুবিধা পান?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/American-President.jpg?w=670&ar=16:9)
![ইসলাম মতে কী ভাবে নিজেদের পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব? ইসলাম মতে কী ভাবে নিজেদের পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Untitled-design-10.jpg?w=670&ar=16:9)
![একবার গেলে আর ফেরে না, ভারতের সবচেয়ে ভয়ানক জেল কোনটা জানেন? একবার গেলে আর ফেরে না, ভারতের সবচেয়ে ভয়ানক জেল কোনটা জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Cellular-Jail.jpg?w=670&ar=16:9)
!['জীবন নরক বানিয়ো না', সমলিঙ্গ বিয়ে নিয়ে কী বললেন প্রেমানন্দ মহারাজ? 'জীবন নরক বানিয়ো না', সমলিঙ্গ বিয়ে নিয়ে কী বললেন প্রেমানন্দ মহারাজ?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Premanand-Maharaj-what-says-on-gay-marriage.jpg?w=670&ar=16:9)
![রাস্তায় পড়ে থাকা লেবু-লঙ্কায় পড়েছে পা, জানেন এটি শুভ না অশুভ? রাস্তায় পড়ে থাকা লেবু-লঙ্কায় পড়েছে পা, জানেন এটি শুভ না অশুভ?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/What-happens-if-anyone-passed-lemon-and-chili-in-road.jpg?w=670&ar=16:9)