Nadia: নিখোঁজ স্ত্রী-পুত্র, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, থানার দ্বারস্থ স্বামী

Nadia: সূত্রের খবর, শান্তিপুর থানার মালি পোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত ৭ তারিখ তাঁর ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীর দাবি, তারপর থেকেই তাঁর স্ত্রী ও ছেলে নিখোঁজ হয়ে যায়।

Nadia: নিখোঁজ স্ত্রী-পুত্র, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, থানার দ্বারস্থ স্বামী
নিখোঁজ মহিলার স্বামীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 25, 2024 | 2:09 PM

নদিয়া:  হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী-পুত্র। এরপর একদিন বাড়িতে এল ফোন। নিখোঁজ স্ত্রী-ছেলেকে পেতে গেলে দিতে হবে ৫০ হাজার টাকা। কিন্তু অদ্ভূুত এল, হুমকি এল এক দরিদ্র ব্যক্তির কাছে। তাঁর স্ত্রী পুত্রকে কেন অপহরণ? কেনইবা মুক্তিপণ দাবি, তাঁর কাছে আছেটাই বা কী? ফোনে হুমকি পেয়ে বুধবার শান্তিপুর পুলিশ এর দ্বারস্থ অসহায় দরিদ্র ব্যক্তি। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি।

সূত্রের খবর, শান্তিপুর থানার মালি পোতা এলাকার বাসিন্দা এক গৃহবধূ গত ৭ তারিখ তাঁর ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বামীর দাবি, তারপর থেকেই তাঁর স্ত্রী ও ছেলে নিখোঁজ হয়ে যায়। ওই গৃহবধূর স্বামী গত ১০ তারিখ শান্তিপুর থানায় স্ত্রী পুত্রের নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করেন।

অভিযোগ, এতদিন হয়ে গেলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। অভিযোগ, এর পর ২৪ তারিখ রাতে ওই গৃহবধূর স্বামীকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোনে স্ত্রী ও পুত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করে। ঘটনায় দিশেহারা ওই গৃহবধূর স্বামী বুধবার পুনরায় শান্তিপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন।