AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nadia: ভারত পাক অস্থির আবহে এমন পোস্ট করলেন, প্রাক্তন সিটু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ

Nadia: ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতিতে ধৃত এমন এক পোস্ট শেয়ার করেন, যা আদতে দেশ বিরোধী বক্তব্য পেশ করে। খিদিরপুর উত্তরপাড়া বেথুয়াডহরি নাকাশিপাড়ার বাসিন্দা মীর কাসিম শেখ একটি পোস্ট শেয়ার করেন। যেখানে লেখা, " পৃথিবীর মানচিত্র থেকে তিনটে দেশকে মুছে ফেলতে পারলে পৃথিবীর শান্ত হয়ে থাকবে।" এরপরও আর কিছু বক্তব্য লেখা ছিল সেই পোস্টে।

Nadia: ভারত পাক অস্থির আবহে এমন পোস্ট করলেন, প্রাক্তন সিটু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ
ধৃত প্রাক্তন সিটু নেতাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 12, 2025 | 5:16 PM
Share

নদিয়া: সামাজিক মাধ্যমে রাষ্ট্র বিরোধী ও অসম্মানিত পোস্ট শেয়ার করায় গ্রেফতার হলেন নাকাশিপাড়ায়। ধৃত সিটুর প্রাক্তন নেতা।

ভারত পাকিস্তান অস্থির পরিস্থিতিতে ধৃত এমন এক পোস্ট শেয়ার করেন, যা আদতে দেশ বিরোধী বক্তব্য পেশ করে। খিদিরপুর উত্তরপাড়া বেথুয়াডহরি নাকাশিপাড়ার বাসিন্দা মীর কাসিম শেখ একটি পোস্ট শেয়ার করেন। যেখানে লেখা, ” পৃথিবীর মানচিত্র থেকে তিনটে দেশকে মুছে ফেলতে পারলে পৃথিবীর শান্ত হয়ে থাকবে।” এরপরও আর কিছু বক্তব্য লেখা ছিল সেই পোস্টে।

এই নিয়ে নাকাশিপাড়া থানায় অভিযোগ জানান বেথুয়াডহরি হসপিটালপাড়ার বাসিন্দা অর্পণ বিশ্বাস। তাঁর সঙ্গে বেথুয়াডহরি নাগরিক বৃন্দ উপস্থিত হয়েছিলেন।এই রাষ্ট্রবিরোধী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। সোমবার ওই ব্যক্তিকে বেথুয়াডহরি থেকে গ্রেফতার করে আদালতে পেশ করে নাকাশিপাড়া পুলিশ। আমার বিনীত নিবেদন এই যে আমি অর্পণ বিশ্বাস, পিতাঃ দীনেশ বিশ্বাস, সাংঃ হসপিটালপাড়া পোস্টঃ বেথুয়াডহরি, থানাঃ নাকাশীপাড়া, জেলাঃ নদীয়া। আপনাকে এই মর্মে জানাচ্ছি যে মীর কাসিম শেখ পিতা- অজ্ঞাত। সাং- খিদিরপুর উত্তরপাড়া পো:- বেথুয়াডহরি থানা-নাকাশিপাড়া জেলা-নদীয়া। উক্ত ব্যক্তি কাশ্মীরের মর্মান্তিক ঘটনা কে কেন্দ্র করে ভারত পাকিস্তান মধ্যে চলা যুদ্ধের পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি জাতিবিদ্বেষী, রাষ্ট্র বিরোধী, ভারতীয় সৈনিকদের অসম্মানিত করে একটি পোস্ট করেছে। যেখানে লেখা আছে” পৃথিবীর মানচিত্র থেকে তিনটে দেশকে মুছে ফেলতে পারলে পৃথিবীর শান্ত হয়ে থাকবে।

এ প্রসঙ্গে সিটুর নাকাশিপাড়া উত্তর কমিটির সম্পাদক রেজ্জাক আহমেদ বলেন, “দেশবিরোধী যাঁরা পোস্ট করছেন, তাঁরা যে দলেরই সমর্থক হোক না কেন, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। না হলে এগুলো আরও বেশি করে বাড়বে। মূল উপড়ে ফেলা। যিনি করেছেন, তাঁর সেরিব্রাল অ্যাটাকও হয়েছে। সংগঠনের বাইরে রয়েছেন। দীর্ঘদিন ওঁর সঙ্গে যোগাযোগ নেই।”