Nadia Scrub Typhus: ডেঙ্গির মতনই উপসর্গ, নদিয়ায় এবার স্ক্রাব টাইফাসের হানা, আক্রান্ত এক নাবালাক
Nadia Scrub Typhus: তৎক্ষণাৎ ওই বালককে শান্তিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। এ ব্যাপারে চিকিৎসক জানান, স্ক্রাব টাইফাস একটি এমন রোগ, যা একটি বিশেষ পরজীবী পতঙ্গের কামড়ানোর থেকে হয়

নদিয়া: শান্তিপুরের স্ক্রাবটাইফাস আক্রান্ত এক নাবালক। শান্তিপুরের কাঁসারি পাড়ার বাসিন্দা বছর চোদ্দোর ওই নাবালকের জ্বর হয়। স্থানীয় চিকিৎসককেই দেখান তাঁর পরিবারের সদস্যরা। চিকিৎসক প্রাথমিকভাবে ভেবেছিলেন ,হয়তো ডেঙ্গু হতে পারে। তার রক্ত পরীক্ষা করানো হয়। কিন্তু ডেঙ্গির রিপোর্ট নেগেটিভ আসে। ওই চিকিৎসক তখন অন্য আরও এক বিশেষজ্ঞের পরামর্শ নেন। শিশুটির আবার রক্ত পরীক্ষা করানো হয়। দেখা যায় সেই শিশুটি স্ক্রাব টাইফাসে আক্রান্ত।
তৎক্ষণাৎ ওই বালককে শান্তিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। এ ব্যাপারে চিকিৎসক জানান, স্ক্রাব টাইফাস একটি এমন রোগ, যা একটি বিশেষ পরজীবী পতঙ্গের কামড়ানোর থেকে হয় । তবে নদিয়া জেলায় এই প্রথম স্ক্রাব টাইফাসে আক্রান্তের খবর হল বলে চিকিৎসক জানিয়েছেন।
উত্তরবঙ্গেই স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা বেশি। চিকিৎসক জানিয়েছেন, দ্রুত রোগ নির্ণয় করে চিকিৎসা শুরু করা গিয়েছে। বালকের অবস্থা অনেকটাই স্থিতিশীল।
চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গি যেমন এডিস মশার কামড়ে হয়, তেমনিই ট্রম্বিকিউলিড মাইটস নামে পোকার কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া। উপসর্গও অনেকটা ডেঙ্গির মতনই। প্রাথমিক উপসর্গ জ্বর, তারপর বমি, চোখের কোণায় ব্যথা, গায়ে হাত পায়ে অসহ্য যন্ত্রণা। চিকিৎসকরা জানাচ্ছেন, দ্রুত স্ক্রাব টাইফাস ধরা পড়লে বিশেষ অ্যান্টি বায়োটিক খেলেই রোগর উপশম হবে।
