Narendra Modi: আশা জাগিয়েছিলেন শমীক, মোদীর কথায় সন্তুষ্ট হলেন মতুয়ারা?

Narendra Modi: প্রধানমন্ত্রী অডিয়ো বার্তা শুরু করার পর উল্লেখ করেন, হরিনাম সংকীর্তন ও তাতে মতুয়াদের অবদানের কথা। মোদীর মুখে শোনা যায়, 'হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই।' তবে মতুয়াদের নাগরিকত্বের আবেদনের বিষয় নিয়ে কোনও কথা বলেননি মোদী।

Narendra Modi: আশা জাগিয়েছিলেন শমীক, মোদীর কথায় সন্তুষ্ট হলেন মতুয়ারা?

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 20, 2025 | 4:50 PM

তাহেরপুর: নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকায় সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার অবতরণ করতে না পারায় কলকাতা থেকে অডিয়ো বার্তা দিয়েছেন তিনি। ‘জয় নিতাই’ বলে বক্তব্য শুরু করার পর এদিন প্রধানমন্ত্রীর মুখে মতুয়াদের কথা শোনা গেল। শুরুতেই বললেন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের কথা। বললেন বড়মার কথাও। কিন্তু মতুয়াদের নাগরিকত্বের কী হবে! ভোটার তালিকায় তাঁরা জায়গা পাবেন কি না, সে বিষয়টি উল্লেখ করেননি তিনি।

এদিন মোদীর বক্তব্য শুরু হওয়ার আগে মঞ্চে বক্তৃতা দেওয়ার পর বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “কোনও হিন্দু উদ্বাস্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে না। যারা শাখা সিঁদুরকে অক্ষত রাখতে, ধর্ম বাঁচাতে, ওপার থেকে এপারে এসেছে,  তাদের পাশে যে রাজনৈতিক দল রয়েছে তার নাম বিজেপি।” তিনি আশ্বাস দেন, প্রধানমন্ত্রীও সভা থেকে একথা বলবেন।

এরপর প্রধানমন্ত্রী অডিয়ো বার্তা শুরু করার পর উল্লেখ করেন, হরিনাম সংকীর্তন ও তাতে মতুয়াদের অবদানের কথা। মোদীর মুখে শোনা যায়, ‘হরিনাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই।’ তবে মতুয়াদের নাগরিকত্বের আবেদনের বিষয় নিয়ে কোনও কথা বলেননি মোদী।

বক্তব্য শেষ হতেই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল। শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, জরুরি কথাটা তো আগে বলা দরকার ছিল। তিনি বলেন, “হতে পারে প্রধানমন্ত্রী দীর্ঘ বক্তৃতা দেননি, হতে পারে তিনি অডিয়ো বার্তা দিয়েছেন। কিন্তু জরুরি কথাটা তো আগে বলা উচিৎ ছিল।”

সভা শেষে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “যেহেতু একটা প্রক্রিয়া চলছে, সেই কারণে এই বিষয়ে কেউ এখন কিছু বলতে পারেন না। তাই উনি বলেননি।” সেই সঙ্গে সুকান্ত মজুমদার আরও বলেন, “এই যে মতুয়ারা নাগরিক হননি, তাঁর দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ তিনি সিএএ-তে আবেদন করতে নিষেধ করেছিলেন।” অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “সিএএ নিয়ে কথা না বললেও অনুপ্রবেশকারীদের কথা বলেছেন মোদী।”