CRPF Death: সহকর্মীর গুলিতে চলে গেল তরতাজা প্রাণ, ‘ছেলে নেই’ ভাবতেই পারছে না পরিবার!
Nadia: শনিবারও ফোনে বাবার সঙ্গে কথা বলে
নদিয়া: বাড়িতে স্ত্রী, বাবা-মা রয়েছেন, আর রয়েছে ছোটো সন্তান। গত একমাস আগেও বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু এই ফেরাই যে শেষ ফেরা হবে তা জানা ছিল না। সহকর্মীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেল তারতাজা একটি প্রাণ। এক লহমায় নিঃশেষ হয়ে গেল সব কিছু। পুত্রহারা হল এক পরিবার, স্বামীহারা হলেন এক স্ত্রী, বাবা হারা হলো এক সন্তান।
মৃতের নাম রাজীব মণ্ডল। বয়স ৩৬। তিনি নদিয়ার দেবগ্রাম থানার জম পুকুরের বাসিন্দা। সূত্রের খবর রাজীব মণ্ডল দীর্ঘ এগারো বছর ধরে সিআরপিএফে কর্মরত ছিলেন।
আজ সকালে নদিয়ার গ্রামে রাজীব মণ্ডলের মৃত্যু সংবাদ আসে। খবর শুনতেই ভেঙে পড়ে গোটা পরিবার। কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তারা। একটানা কেঁদে চলেছেন রাজীবের স্ত্রী। দুই সন্তানকে নিয়ে এখন কীভাবে দিন কাটাবেন এই প্রশ্নই মাথায় ঘুরছে বারবার।
গতমাসেও ছুটিতে বাড়ি এসেছিলেন রাজীব। পরিবারের সঙ্গে সুন্দর মহুর্ত কাটিয়েছেন। সেই সব স্মৃতি মনে পড়তেই আরও বেশি করে যেন কান্নায় ভেঙে পড়ছেন তাঁর স্ত্রী।
এদিকে, ছেলের মৃত্যু সংবাদ শুনে বারবার অজ্ঞান হয়ে পড়েছেন রাজীবের মা। কীভাবে এমনটা সম্ভব বুঝেই উঠতে পারছেন না তিনি। জানা গিয়েছে শনিবারও বাবার সঙ্গে ফোনে কথা হয় তাঁর। এরপর আজ হঠাৎ এই ঘটনা। শোকে কাতর গোটা পরিবার।
রাজীব মণ্ডলের তিন বছর ও পাঁচ বছর বয়সী দু’টি মেয়ে রয়েছে। আজ সকালে প্রথমে তার বাড়িতে খবর আসে বিস্ফোরণে হত হয়েছেন তিনি। পরে পুলিশ সূত্রে খবর মেলে যে সহকর্মীর এলোপাথাড়ি গুলিতে প্রাণ চলে গিয়েছে তাঁর।
এদিকে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অভিযুক্ত ওই সহকর্মী মানসিক ভারসাম্যহীন ছিলেন। যার ফলেই ঘটে যায় এই অঘটন।
উল্লেখ্য, এদিকে রবিবার দুপুরে আচমকাই ছত্তীসগঢ় (Chhattisgarh) থেকে পাঁচজনকে অপহরণ করল নকশালপন্থীরা (Naxals)। অপহরণের কারণ এখনও জানা যায়নি। তবে খবর পেতেই নিখোঁজ গ্রামবাসীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী (Security forces)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে আচমকাই ছত্তীসগঢ়ের সুকমা জেলার বাতের গ্রামে চড়াও হয় বেশ কয়েকজন নকশালপন্থী। এরপরই তারা গ্রামবাসীদের ভয় দেখাতে শুরু করে। সেই রাতেই দ্বাদশ শ্রেণির এক ছাত্রী সহ মোট পাঁচজনকে অপহরণ করে নিয়ে যায় তারা।
আরও পড়ুন: Naxals Kidnap Villagers: ভরদুপুরে গ্রামে হঠাৎ নকশাল হামলা, দ্বাদশ শ্রেণির ছাত্রী সহ ৫ জনকে অপহরণ