AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pujoy Pulse: ‘পুজোয় পালস’ ট্যাবলো কৃষ্ণনগরে যেতেই উন্মাদনা, চার চাকা জিততে ভিড় চোখে পড়ার মতো

Pujoy Pulse: রাজ্যের ২২টি শহরে ঘুরবে 'পুজোয় পালস ট্যাবলো'। এই ট্যাবলোয় থাকছে প্রচুর পালস ক্যান্ডি। ট্যাবলোতে থাকছে কিউআর কোডও। সেই কিউআর কোড স্ক্যান করে নাম, ঠিকানা জমা দিতে হবে। বিভিন্ন শহরে ঘোরার পর চূড়ান্ত পর্যায়ে হবে সেরা বাছাই।

Pujoy Pulse: 'পুজোয় পালস' ট্যাবলো কৃষ্ণনগরে যেতেই উন্মাদনা, চার চাকা জিততে ভিড় চোখে পড়ার মতো
কৃষ্ণনগরে পুজোয় পালসImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 2:12 PM
Share

আর মাত্র কয়েকটা দিন। আকাশে-বাতাসে শিউলির গন্ধ। ঢাকে কাঠি পড়ে গিয়েছে। তুঙ্গে প্রস্তুতি। আর পুজোর আগ্রহ-উন্মাদনা আরও বাড়িয়ে তুলতে হাতে-হাতে এবারে পালস ক্যান্ডি ও টিভি ৯ বাংলা। এবার ‘পুজোয় পালস’ ট্যাবলো পৌঁছল নদিয়ার কৃষ্ণনগরে।

রাজ্যের ২২টি শহরে ঘুরবে ‘পুজোয় পালস ট্যাবলো’। এই ট্যাবলোয় থাকছে প্রচুর পালস ক্যান্ডি। ট্যাবলোতে থাকছে কিউআর কোডও। সেই কিউআর কোড স্ক্যান করে নাম, ঠিকানা জমা দিতে হবে। বিভিন্ন শহরে ঘোরার পর চূড়ান্ত পর্যায়ে হবে সেরা বাছাই। গাড়িতে কতগুলি পালস আছে তা বলতে হবে। সঠিক জবাব দিলে জেতার সুযোগ থাকছে ব্র্যান্ড নিউ চার চাকার গাড়ি। থাকছে মোটরবাইক কিংবা স্কুটি জেতার সুযোগও।

আর এই ট্যাবলো কৃষ্ণনগরে পৌঁছতেই বাজল ঢাক। আর সেই শব্দ শুনে ভিড় বাড়ালেন অনেকেই। আগত এক প্রতিযোগী বললেন, “খুব ভাল লাগছে আমাদের শহরে এমন একটা প্রতিযোগিতা হচ্ছে। জিততে পারলে তো খুব ভাল লাগবে।”