Pujoy Pulse 2025: ‘আমি চাই রসগোল্লার বদলে বন্ধুদের হাতে একটা করে গোলমোল দিই’, পুজোয় পালসের ট্যাবলো দেখেই কৃষ্ণনগরে জমল ভিড়

| Edited By: জয়দীপ দাস

Sep 13, 2025 | 8:58 PM

Pujoy Pulse 2025: গত দুই পর্বের অভূতপূর্ব সাফল্যকে কেন্দ্র করে আবার ফিরে এসেছে পুজোয় পালসের থার্ড সিজন। যা এক্কেবারে নতুন পালসের ক্য়ান্টর ঘুরল কৃষ্ণনগরেও। পালসের ট্যাবলোর দেখা মিলতেই ভিড় জমল উৎসুক জনতার।

কৃষ্ণনগর: ফের পালসের আনন্দে মাতোয়ারা আট থেকে আশি। শুরু হয়ে গিয়েছে পুজোয় পালস সিজন থ্রি-র যাত্রা। তৃতীয় পর্ব এবার নতুন রূপে। পালসের গোল-কা-মোলের কামাল থেকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। জনতা বলছে,এ এমন এক ক্য়ান্ডি যাঁর টক-মিষ্টি স্বাদে ঘণ্টার পর ঘণ্টা বুঁদ হয়ে থাকা যায়। কেউ আবার বলছেন, এর স্বাদ ফিরিয়ে দিচ্ছে ছোটবেলার হারিয়ে যাওয়া তেঁতুলের স্বাদ। সোজা কথায়, পালস গোলমোল যেখানে পুজোর মজা সেখানে। 

গত দুই পর্বের অভূতপূর্ব সাফল্যকে কেন্দ্র করে আবার ফিরে এসেছে পুজোয় পালসের থার্ড সিজন। যা এক্কেবারে নতুন পালসের ক্য়ান্টর ঘুরল কৃষ্ণনগরেও। পালসের ট্যাবলোর দেখা মিলতেই ভিড় জমল উৎসুক জনতার। লজেন্স মুখে নিয়েই চলল ক্যুইজ। 

 একজন বললেন, “একদম পিউর তেঁতুলের টেস্ট রয়েছে এই লজেন্সের মধ্যে। অসাধারণ খেতে। আমি চাই রসগোল্লার বদলে বন্ধুদের হাতে একটা করে গোলমোল দিই।” আর এক স্কুল ছাত্র বলে উঠল, “আমি তো চাই পুজোর ক’টা দিন পকেটে একটা করে গোল-কা-মোলই রাখব।” 

Published on: Sep 13, 2025 08:24 PM