Ranaghat: রানাঘাটে অস্মিকার বাড়িতে শুভেন্দু, চিকিৎসার জন্য দিলেন বড় অঙ্কের টাকা
Ashmika: এবার অস্মিকার চিকিৎসার খরচের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নদিয়ার বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচির শেষে শুভেন্দু অধিকারী পৌঁছন রানাঘাটের অস্মিকার বাড়িতে।

নদিয়া: জটিল রোগে আক্রান্ত ছোট্ট অস্মিকা। এবার তার চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ালেন বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর্থিক সাহায্য করলেন শিশুটিকে। পরিবারের হাতে তুলে দিলেন ১০ লক্ষ টাকার চেক।
জন্মের পর থেকেই জটিল রোগে আক্রান্ত নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকা। শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছিলেন তাঁর বাবা-মা দুজনেই। সেই মতো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার দিকে।
এবার অস্মিকার চিকিৎসার খরচের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নদিয়ার বিভিন্ন জায়গায় দলীয় কর্মসূচির শেষে শুভেন্দু অধিকারী পৌঁছন রানাঘাটের অস্মিকার বাড়িতে। তার অস্মিকার বাবা মায়ের সঙ্গে কথা বলেন। রোগ সম্পর্কে বোঝার চেষ্টা করেন। পাশাপাশি অ্যাকাউন্ট স্যালারি থেকে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন। শুভেন্দু অধিকারী বলেন, “অস্মিকার চিকিৎসার খরচের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। বিষয়টি আমি আগে থেকেই জেনেছিলাম। আমি আমার সাধ্যমত আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, অস্মিকা দ্রুত সুস্থ হয়ে উঠুক। স্বাভাবিক ছন্দে ফিরে আসুক।”





